আজব শহর ঢাকা

তামান্না রুবাইয়াত ১০ অক্টোবর ২০১২, বুধবার, ০২:৫৯:২১অপরাহ্ন কবিতা, বিবিধ, রম্য, সাহিত্য ১২ মন্তব্য

আজব শহর ঢাকা
হয় না ভুলেও ফাঁকা
নানান জনের নানান রুচি
কারো সাথেই মিলে না বুঝি ।

দাওয়াত দিলে অনুষ্ঠানে
দেখা মিলে সবার সনে
সবাই থাকে একলা একা
মিলাদ ছাড়াও হয় না দেখা ।

ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর
ঢাকায় নাকি টাকা উড়ে!
ধরতে পারলে শান্তি ফিরে?

ঢাকার এত যান জট
মনের সাথে খায় হোঁচট
তারপরও ছাড়তে নারাজ
আজব শহর ঢাকা ।

বাঁচতে হলে একলা বাঁচবো
যুদ্ধও করব নয়ত মরবো
ছাড়বো না তবু ঢাকা
লাগুক আমার যতই একা
তবুও তো আছি আমি ঢাকা ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ