
এ বড়ই আজব লীলে!
চালিতেছ অহর নিশী,
ধরা পরলেই কেল্লা ফতে।
পার পায় না হোমরা চোমরা,
এমন কি রাজা বাদশাহ।
রেহাই পায় নি
ব্রাম্মন চাড়াল কিংবা কোন মোল্লা মুন্সি।।
এইখানেতেই বসত করে পরকীয়া,
বেহায়াপনা আর অনৈতিকতা।
অসম প্রেমের কালজয়ী ভালোবাসা—-
এখান থেকেই।
সৃষ্টি না কি এখান থেকেই!
ধ্বংসও কি এখানেই!
সবই দেখি তা না না না,
সত্যিই বড় আজব লীলা!!
৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আদি থেকে অন্ত
সৃষ্টি হতে ধ্বংস
সব একই বৃত্তের সামিল।
বানান ঠিক করা লাগবে। ব্রাহ্মণ।
শুভ কামনা 🌹🌹
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ আপু।আসলে আমি বাংলায় ৩৫ পেয়ে পাশ করা ছাত্র। আমার লিখায় দু’একটা বানান ভুল থাকবে না, তা কি করে হয়!!
আলমগীর সরকার লিটন
জীবনের ঘাতপ্রতিঘাত সত্যই এক আজব লীলা কবি দা ভাল থাকবেন——
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন ভাই আমার আবোলতাবোল লিখায় আপনার মুল্যবান মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।