হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, কথাটার মূলভাব হলো : ‘অধিকাংশ মেয়েরা খুশি হলে সেই খুশি তারা প্রকাশ করে না ।’
এক জীবনে এই কথাটার প্রমান অসংখ্যবার পাবেন । আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল:
- ‘হিমু কি পয়েন্ট পেয়েছো?’
- ‘এই টেনেটুনে পাস করলাম । কিন্তু ইংলিশে একটুর জন্য ফেল করতে করতে বেঁচে গিয়েছি, তবুও আলহামদুলিল্লাহ ।’
- ‘আল্লাহ্ তাই? আমারোও ইংলিশে রেজাল্ট খুব খারাপ আসছে জানো! এজন্য মনটা খারাপ ।’
আমি ইংলিশ ফার্স্ট পেপারে ৩৬ পেয়েছিলাম, মানে ফেল করতে করতে পাস করলাম । মেয়েটা বললো তারও ইংলিশে খারাপ রেজাল্ট এসেছে, ভাবলাম সেও হয়তো ৩৪- ৩৫ পেয়ে কোনোমতোন পগারপার হয়েছে আমার মতোন । কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কত পেয়েছ ইংলিশে শুনি?
সে মনটা খারাপ করে, গলার স্বরে দুনিয়ার সমস্ত বিষণ্ণতা ঢেলে দিয়ে, স্লো মোশানে উত্তর দিলো, ইংলিশ ফার্স্ট পেপারে ৭৯, সেকেন্ড পেপারে ৮৩ ! আই রিপিট ওয়ান সেকেন্ড, ফার্স্ট পেপারে ৭৯, সেকেন্ড পেপারে ৮৩ !
কিছুক্ষনের জন্য নিজেকে ছাগলের তিন নাম্বার বাচ্চা মনে হলো । প্রায় ১০ সেকেন্ড পর্যন্ত আমি কোমায় চলে গেলাম । অজ্ঞান হতে হতেও হলাম না । কোমা থেকে ফিরতেই হুমায়ুন আহমেদের কথাটা মনে হয়ে গেলো । ‘মেয়েরা খুশি হলে সেই খুশি তারা প্রকাশ করে না ।’
গতকাল সকালেও লিষ্টের একজন মেয়ে ইনবক্সে জিজ্ঞেস করলো:
- ‘কোন সাব্জেক্টে অনার্স করবেন ভাবছেন?’
- ‘রাষ্ট্রবিজ্ঞান, আপনি?’
- ’ইকোনোমিকস । আসলে আমার রেজাল্ট ভালো আসেনি, তাই ।’
- ‘কত পয়েন্ট SSc আর HSc'তে মিলিয়ে?’
- 8.81
নিজেকে আবারোও এই গ্রহের সবচে বড় ভক্সোদ মনে হলো । ভূল গ্রহে জন্মগ্রহণ করে ফেলেছি বোধহয় । এই গ্রহের কোনো মেয়ে খুশি হলে সম্ভবত সেই খুশি তারা প্রকাশ করে না । অথচ আমি বিশ্ব হাবলা 6.85 নিয়ে বলি, আলহামদুলিল্লাহ, যা আছে খুশি ।
অদ্ভুত না?
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
হিমু ভাই
এই লিখাটা সম্পূর্ণ সত্যি😑
আর হুমায়ুন আহমেদের কথাটা কিছুটা এমন : ‘একবার ইন্টারমিডিয়েটে অনেকগুলো ছাত্র ছাত্রীর মধ্যে ফার্স্ট হওয়া একটা মেয়ের সাথে কথা হয়েছিল আমার । আমি তাকে জিজ্ঞেস করলাম, ফার্স্ট হয়েছো, নিজের অনুভূতি কেমন?
সে মন কিছুটা খারাপ করে উত্তর দিয়েছিল, আর রেজাল্ট! বাংলায় যা কম নাম্বার এসেছে । সেই ঘটনার পর থেকে আমার মনে হয়, মেয়েরা খুশি হলেও সেই খুশি তারা প্রকাশ করে না ।
– হুমায়ুন আহমেদ
নাজমুল আহসান
আজব না?!
হিমু ভাই
হ্যাঁ ভাই সাহেব, আসলেই আজব । অধিকাংশ মেয়েই খুশি হলে সেই খুশি তাদের প্রকাশ করতে দেখিনি আমি ।
জিসান শা ইকরাম
হা হা হা , ভালোই মজা করে লিখতে পারেন আপনি।
চলুক এমন লেখা।
শুভ কামনা।
হিমু ভাই
ধন্যবাদ ভাই সাহেব😊
সাবিনা ইয়াসমিন
হ্যা, আজব। নিজের আনন্দ/ খুশি যে মেয়েরা ঢেকে রাখে তাদের উপর গজব পরুক।
শুভ কামনা 🌹🌹
হিমু ভাই
আপনি কোন ধাঁচের মেয়ে? খুশি হলে সেই খুশি অন্যদের সাথে শেয়ার করেন নাকি খুশি না হওয়ার ভান ধরেন?😁
সাবিনা ইয়াসমিন
গজবের দলে।
মোঃ মজিবর রহমান
হুম! হাসাই কইসেন হিমু সাব। বিশেস করে পরিক্ষায় রেজাল্টের সময় তারা এটা করে।
তারা পেয়েও বেজার 😁আমরা অল্পেই😃
হিমু ভাই
হ্যাঁ ভাই সাহেব । এরকম অনেক উদাহরণ দেখেছি😁
মোঃ মজিবর রহমান
আছে কম বেশি
মনির হোসেন মমি
আজব কথা!!
মেয়েরা আর কি কি তে এমন নেকামী করে ???
হিমু ভাই
সবকিছুতেই । নেকামি জিনিসটাই মেয়েদের জন্য । নেকামি ছাড়া মেয়েদের মানায় না আমার মনে হয় ।
মনির হোসেন মমি
হা হা হা বেশ ভাল বলেছেন।ধন্যবাদ।
আরজু মুক্তা
আপনার দখলে সব মেয়েই ন্যাকা। দৃষ্টি প্রসারিত করুন।দেখুন, ভাবুন, লিখুন।
হিমু ভাই
ন্যাকা বলেছি এর মানে এই না যে ছোট করে দেখেছি😑 ন্যাকামি জিনিসটা মেয়েদেরকেই মানায়😑