কেউ বলছে দেশটা আমার
বাপের টাকায় কেনা,
কেউ বলছে না না আমার
স্বামীর ষোল আনা।
কেউ বলছে আমিই বন্ধু
শহর এবং গ্রামে,
দেশের দলিল হওয়া উচিত
শুধুই আমার নামে।
কেউ বলছে আমরা ডান
দেশটা ডানে যাক,
বামের জনও বলছে ঠিকই
দেশটা বামেই থাক।
রাজাকারের জারজ দল আজ
জঙ্গীবাদে মদদবাদ,
সোনার বাংলা না গেয়ে গায়
পাক সার জমিন সাদ বাদ।
মোল্লারা কয় গোল্লায় গেছে
দেশের যত আইন কানুন,
ধর্ম দিয়েই ব্যবসা করা
মোল্লার হাতেই দেশ ছাড়ুন!
এমন আজব দেশেই আছি
জন্মে গেছি বলে,
কেউ শোনেনা কারো কথা
ইচ্ছে মতোই চলে।
আমরা কেবল ছা-পোষার দল
দেখি আর শুনি,
তোদের ভুলের মাশুল আমরাই
রক্তে ঘামে গুনি।
জবরুল আলম সুমন
সিলেট।
০৯ই ডিসেম্বর ২০১১ খৃষ্টাব্দ।
Thumbnails managed by ThumbPress
১০টি মন্তব্য
rumi
প্যাথেটিক 🙁
জবরুল আলম সুমন
হুম…
জিসান শা ইকরাম
কি আর করা !! এনিয়েই বেঁচে থাকা আমাদের ।
তবুও স্বপ্ন দেখে কেউ কেউ ” একদিন আমরা সবাই ভালো থাকব “
জবরুল আলম সুমন
আমিও আশাবাদী একদিন ঝড় থেমে যাবে, এদেশ আবার শান্ত হবে…
ছাইরাছ হেলাল
আমি আশাবাদি হয়ে ভাবি – একদিন সব বাঁধা পেরিয়ে
স্বপ্নের দেশে পৌছে যাব ।
জবরুল আলম সুমন
আমিও আপনার মতোই আশাবাদী…
বনলতা সেন
কিছুই করার নেই আমাদের। শুধু চেয়ে চেয়ে দেখা, অক্ষমতা পূর্ণ এই জীবন আমাদের।
জবরুল আলম সুমন
আমি বলছিনা আমি দেশোদ্ধার করে ফেলবো, হেন করবো তেন করবো, শুধু প্রতিজ্ঞা করি আমার দ্বারা যেন দেশের উন্নয়ন কাজ ব্যহত না হয়… তবেই আমার অনেক কিছুই করা হয়ে যাবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Ajharul H Shaikh
Jobrul vai, ekotu sojsuji hoyegechhe..
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
একদিন এ আজব দেশ হবে আমাদের সবার প্রাণের দেশ। সেই আশাতেই বেঁচে থাকা