কেউ বলছে দেশটা আমার
বাপের টাকায় কেনা,
কেউ বলছে না না আমার
স্বামীর ষোল আনা।

কেউ বলছে আমিই বন্ধু
শহর এবং গ্রামে,
দেশের দলিল হওয়া উচিত
শুধুই আমার নামে।

কেউ বলছে আমরা ডান
দেশটা ডানে যাক,
বামের জনও বলছে ঠিকই
দেশটা বামেই থাক।

রাজাকারের জারজ দল আজ
জঙ্গীবাদে মদদবাদ,
সোনার বাংলা না গেয়ে গায়
পাক সার জমিন সাদ বাদ।

মোল্লারা কয় গোল্লায় গেছে
দেশের যত আইন কানুন,
ধর্ম দিয়েই ব্যবসা করা
মোল্লার হাতেই দেশ ছাড়ুন!

এমন আজব দেশেই আছি
জন্মে গেছি বলে,
কেউ শোনেনা কারো কথা
ইচ্ছে মতোই চলে।

আমরা কেবল ছা-পোষার দল
দেখি আর শুনি,
তোদের ভুলের মাশুল আমরাই
রক্তে ঘামে গুনি।

জবরুল আলম সুমন
সিলেট।
০৯ই ডিসেম্বর ২০১১ খৃষ্টাব্দ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ