বিসিএস বর

জান্নাতুল ফেরদৌস সায়মা ১ আগস্ট ২০২০, শনিবার, ১২:১৭:২৮পূর্বাহ্ন রম্য ১৫ মন্তব্য

আমার BCS হবে না, এটা বুঝতে পেরেও আমার পরিবার আমাকে BCS কোচিং করতে পাঠিয়েছিল ক্যাডার হবে এমন এক ছেলের সাথে সম্পর্ক করতে। তারপর তার সাথেই আমার বিয়ে দিতো।আমি যাকে কোচিং এ পেয়েছিলাম, সে পূর্ব বিবাহিতা বালক। তার এক পুত্র সন্তানও আছে।শোনা যাচ্ছিল, তার বউ নাকি BCS ক্যাডার হওয়ায় তাকে ছেড়ে গিয়েছিল।

তাতে কি? পাপকে ঘৃণা করো,পাপীকে নয়।

আব্বা বলেছে,"BCS হয়ে গেলে নাকি সব ছেলেই এক"।

তার রেজাল্টই আমার রেজাল্ট। তাই,আমার সব শ্রম আমি তার দেখাশোনা করতে গিয়ে কাজে লাগালাম। সকল BCS ক্যাডারদের ভিডিও দেখে,রেগুলার কোচিং করে,প্রতিটা বিষয়ে রাতজেগে পড়াশোনা করে,অনেক বই পড়ে, সকল শীট ফলো করে তার জন্য নোট তৈরি করতাম।কারণ, আমার অনেক ইচ্ছে আমার বিয়ের চকলেট কেক এ বড় করে লেখা থাকবে "BCS ক্যাডার বরের বউ জনাবা সায়মা"। তাছাড়া বাবা বলতো,বিসিএস'দের বিয়ের খাবার এর টেস্ট ও নাকি জোস।বুফে খাবার এর মতো!

*আজকে সে ১ম হল।সে আমাকে বিয়ে করবেনা,কারণ আমার বিসিএস হয়নি।তাই,সে তার আগের বউ এর কাছেই ফিরে গেল।

তাতে কি!Failure is the pillar of success.যখন সফল হবো তখন হয়ত দেশের সেরা wanted Bestseller বই লিখে ফেলব, যার নাম হবে"BCS ক্যাডার বর পেতে চাইলে"

 

৪১তম সামনে। আরেকজনকে পেয়েছি। তার শুধু একটা সমস্যা তার মন অনেক বড়। তাই, পৃথিবীর কোনো মেয়েকেই সে না করতে পারেনা।

তাতে কি! আব্বা বলেছে,"বিসিএস ক্যাডারদের মন বড় হতে হয়।"

আচ্ছা যায় এখন। মাস্ক পড়ে তাকে আমার বইগুলো তাকে দিয়ে আসি।

হয়ত একদিন BCS ক্যাডার জামাই ধরতে সফল হবো, তখন সুশান্ত পালের গল্পের মত আমার গল্পটাও লেখা হবে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ