আজকে তোমায় বাজিয়ে নেব

হালিম নজরুল ১০ জুন ২০২০, বুধবার, ০২:১৭:১৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

আজকে নিশান হাওয়ায় ওড়ে শান্ত ও শ্বেত;
আজকে তুমি নীলাভ সাগর উর্বরা ক্ষেত।

আজকে দেখি তোমার ছবি নতুন করে,
আজ দেবে কি নতুন সুরুজ মিষ্টি ভোরে?
আজকে তুমি নতুন করে---
চোখের তারায় স্বপ্ন আঁকো ,
আজ বিরহ নদীর বুকে---
বাঁধাই কর নিবিড় সাঁকো।

আজকে হবে দুঃসাহসী অকুতোভয়!
আজকে হবে শুধুই আমার; আর কারো নয়!
আজকে জাগুক মানবতার সফেদ মনন ,
হোক না তোমার অহংকারের শেষ বিকেলে আত্ম হনন।

আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব, আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,
বাজিয়ে নেব।

--------------------------0 0-------------------------

***(অতীতকালের একটি কবিতা)***

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ