
স্মার্ট ফোন হাতে বললো খোকা
বসে মায়ের কাছে,
তোমায় নিয়ে দূর যে যাবো
দিন কি তেমন আছে!
যায় কি দেখা চাইলে মাগো
আস্তাবলে ঘোড়া!
থাকতো যে ধুল রাস্তা ঘাটে
আজ তা কালের জরা।
ডাকুর যে দল বলতো রাতে
হারে রে রে বামে?
ওরা তো মা চ্যাটিং করে
এমবি কিনে চামে।
বলছি কি তাই নাও না ও মা
ফোনটা রেখে মাঝে,
গেম খেলি রোজ দু’জন মিলে
নিত্য সকাল সাঁঝে!
ছবিঃ নেট থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার একটা ছড়া পাঠ করলাম কবি দা
ভাল ও সুস্থ থাকবেন———
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবিদা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
নিতাই বাবু
সময়টা এখন ঠিক এমনই!
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
মনে করো যেন মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছো পালকিতে মা চড়ে…. এই কবিতা গুলো আর হয়তো কারো মনে আসবে না। স্মার্ট ফোনের কল্যানে খোকা শিখবে মাকে নিয়ে কীভাবে এ্যরোপ্লেনে চড়ে বিদেশ ঘুরতে যেতে হয়।
যুগের সাথে প্রযুক্তির সঠিক মিশ্রণ ঘটুক। ইতিবাচক ভাবনা মনকে আশাবাদী করে তুলবে।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম আপু!
অতোটা তুলে না ধরলেও এটা ’বীর পুরুষ’ কবিতারই ডিজিটাল ভার্সন।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
সুন্দর ছড়া পাঠ করলাম। শুভ সকাল।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!