আজও ভুলিনি

হালিমা আক্তার ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০১:১৮:৫৬পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

১৯৭১

২৫ মার্চ রাত ,

সারাদিনের কর্ম ব্যাস্ত মানুষগুলো

ফিরে ছিল রাতের কোলে ,

হয়তো কেউ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল

কেউ বা অপেক্ষা করছিলো ,

অথবা কোন বাসার ড্রইং রুমে চলছিল উত্তপ্ত আলোচনা |

কী হবে ? স্বাধীনতা নামক হারানো পাখিটি ফিরে আসবে কী বাংলার বুকে |

হঠাৎ রাতের আকাশে ছুটে এলো শকুনের দল

হিংস্র হায়েনার থাবার আগুন

ছড়িয়ে পড়লো চারিদিকে |

ভেঙে গেলো রাতের নীরবতা

মানুষরূপী কুকুরের আঁচড়ে

ছিন্নবিন্ন হলো বাংলার ভূমি |

সারা শহর জুড়ে লাশের মিছিল

ঘুমন্ত জাতির উপর

হায়েনার পাশবিক নির্যাতন

কে দেখেছে ! কোথায় ! কখন !

দেখেছে বাংলার মাটি ও মানুষ

দেখেছে বাংলার প্রতিটি ধূলিকণা |

রক্তের দামে কেনা স্বাধীনতা

সেই কালো রাতের ক্ষত

ভুলিনি আজও আমরা |

 

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ