আজও আমি বোধির@ এজহারুল

এজহারুল এইচ শেখ ৮ অক্টোবর ২০১২, সোমবার, ০৬:০৬:১১অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

আজও আমি বোধির@ এজহারুল

আদি অন্তেই উনি ই আমার বাবা,
কারন উনি ই প্রথম একটানে
অন্তর্বাস খুলে ,
মায়ের মুখ চেপে ,
মায়ের সতীচ্ছদ ফাটিয়েছে!

অন্ধকারের শিউলির জন্য,
গ্রীষ্মের তাপ দগ্ধ ক্ষরা আমার বুক,
কেন এতো যন্ত্রনা পাই,
বাবা বোঝে না!
শুধু বলে তুই চরিত্রহীন!
আমার বুক ফাটে!
মায়ের সেই কাল রাতের
আমার মায়ের বয়ে চলা রক্তের সঙ্গে,
চোখ থেকে,
ফোটা ফোটা ঝরে পড়া
'কবিতা'
বাবা বোঝেনি!
তাই আর আমার
আর মুখ ফোটে না!
মায়ের মতোই ,
আজ ও আমি বোধির!
শুধু আমার বুকের 'থর' এ
বালির কোনায় কোনায় আমার মায়ের
'কবিতা' বিছিয়ে দিয়েছি..
আফগান আফিং -হিমালয়ান গাজার
নেশা গ্রস্থ পিতার,
আজ আমি দুই চোখের বিষ!

@ Home
Date- 08/10/2012
Time-1:50pm

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress