নিজের একান্ত ভুবন নিয়ে সন্তস্ট থাকা একজন সে। তেমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। সন্তান, সংসার, বাবা, মা, ভাই, বোন নিয়ে যাপিত জীবন নিয়ে অত্যন্ত খুশী তিনি। সৃষ্টিকর্তা যেভাবে রেখেছেন, সন্মানের সাথে শ্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা পূর্ন একটি পরিমন্ডল। তেমন উচ্চাকাঙ্ক্ষা না থাকায় জীবনের জটিলতা এবং ঝামেলাও বলতে গেলে নেই। এমন ভালো এবং সন্তস্ট থাকা নারী আমাদের চেনা জানা জনদের মাঝে দেখতে পাই আমরা।

তারপরেও ওৎ পেতে থাকা সুযোগসন্ধানী হিংশ্র মানুষদের নখের থাবার আতংকে আতংকিত থাকতে হয় অনেককে।

রুপক অর্থে ছবি ব্লগ দেখুন। সন্তানের সাথে যুক্ত হতে পারে সম্পত্তি , সন্মান, আব্রু, আশ্রয়হীন করার চক্রান্ত।

 


মনের আনন্দে নিজস্ব জগতে সন্তান নিয়ে বিচরন ছিল তার।

 


দুরে গাছের ডালে ওৎ পেতে আছে ঈগল রুপি বিপদ। শক্তিমত্তায় অনেক বেশী ক্ষমতাধারী হওয়ায় নিজের উপস্থিতি প্রকাশ করলো ঈগল। ভাবটা এমন, হু তোর আবার কিসের ক্ষমতা যে তোকে লুকিয়ে ধ্বংস করতে হবে?

 


নজর পরলো ঈগলের দিকে মা এর। বাচ্চারা কাছে, আতংকিত সে।

 


একসময় বাচ্চাদের কথা ভেবেই ঈগলের দৃস্টির আড়াল হতে চাইল।

 


ঈগল উচু ডালে বসা। তীক্ষ্ণ দৃস্টিতে দেখছে সে। ভয়ে চলে যেতে চাওয়া পরিবারের দিকে তাকিয়ে উল্লাসিত সে।

 


ভয়ার্ত মা দেখছে, রক্ষা নেই আর। ধেয়ে আসবে এখনই। আয় বাছারা আমার ডানার কাছে আয়, বুকের মাঝে আয়। বিপদ আসছে।

 


ঝাপিয়ে পরার পুর্বক্ষনে প্রস্তুত ঈগল।

 


নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তির উপিস্থিতি অনুভব করলো সে। প্রতিরোধ করতে হবে। এই বিশাল শক্তিধর ঈগলের তুলনায় সে কিছুই না। তবে তার মধ্যে সততার শক্তি আছে। আছে বেঁচে থাকার অসীম ক্ষমতা। ঝাপিয়ে পরলো সে ঈগলের উপর। অপ্রত্যাশিত আক্রমনে ঈগল অবাক, এবং ভয়ে উড়ে চলে গেলো।

এবার এই ভিডিওটি দেখুন এবং উপলব্ধি করুণ কিভাবে মনের জোর এ সে শক্তিশালী প্রতিপক্ষ থেকে তার বাচ্চাদের রক্ষা করেছে। 

তবে ঈগল, শকুন, হায়নারা  যায়নি, তারা ফিরে ফিরে আসে।  সুযোগের অপেক্ষায়, আবার ফিরবে।

মানুষের মাঝে অসীম শক্তি থাকে। যে কোনো বিপদে ভেঙে না পরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে হবে। বিশ্বাস করতে হবে " আমি পারি "।

উৎসর্গ: সেই তাকে, যিনি তার মাঝে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির শক্তির কথা জেনে গিয়েছেন এবং তার প্রাথমিক প্রয়োগ আরম্ভ করেছেন।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ