আগুন দেহ পুড়ে ছাই

দেবজ্যোতি কাজল ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:৩১:৫৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

আমার জীবনের দূর্ভিক্ষ তুমি ,
যখন কিছু দিতে বা পেতে যেতাম ।

ফিরে দেখার ক্যালেণ্ডার স্লাইডে
জামা-কাপড়ের ভাজে তুমি গভীর দাগ ।
টুকর টুকর সিক্ত বিষাদে সেই তুমি দূর্ভিক্ষ ।

রূপক স্বপ্ন পাথরের মত ঘুমায়
সোহাগপূর্ণ বিনিয়ম বিছানা ।

আমার ব্যথার লক্ষণ চোখের
চোখ তলদেশে ঢেকে রাখি ।
বাতাসে যাওয়া-আসা ভেল্টি জুড়ে ফুড়ুৎ
তোমার ছায়া পাখি ।

তোমার ভালবাসা !
সে-তো প্রতি ইঞ্চি স্ফটিক গভীর খাদ
দূর্ভিক্ষের মত ছিয়াত্তরের মন্বন্তর ক্ষুধা
রাজস্ব আদায়ে চরম বিপর্যয়ে সেই তুমি
মারাত্মক শব্দে অসতর্ক তার কবিতা লাশ ।

তবুও তুমি ডায়রীর মোহনায় কলমে সঙ্গম ।

তুমি আমার গভীর রাতের জেগে থাকা চোখ
শেয়ার কৃত দীর্ঘশ্বাস ,
অন্ত্যেষ্টিক্রিয়ার নিষিদ্ধ চিন্ময়
আরও কত কি , জানা নেই !

জানা নেই ,
তোমার প্রাচীর কঠিন অলিঙ্গন আড়াল
প্রতীক্ষার হাসি ,অপ্রচলিত মেঘ বৃষ্টি ।

ছেঁটে ফেলা কথা নিয়ে দাঁড়িয়েছি
রবি ঠাকুরের রেখাচিত্র গানের ওপারে ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ