
আমার জীবনের দূর্ভিক্ষ তুমি ,
যখন কিছু দিতে বা পেতে যেতাম ।
ফিরে দেখার ক্যালেণ্ডার স্লাইডে
জামা-কাপড়ের ভাজে তুমি গভীর দাগ ।
টুকর টুকর সিক্ত বিষাদে সেই তুমি দূর্ভিক্ষ ।
রূপক স্বপ্ন পাথরের মত ঘুমায়
সোহাগপূর্ণ বিনিয়ম বিছানা ।
আমার ব্যথার লক্ষণ চোখের
চোখ তলদেশে ঢেকে রাখি ।
বাতাসে যাওয়া-আসা ভেল্টি জুড়ে ফুড়ুৎ
তোমার ছায়া পাখি ।
তোমার ভালবাসা !
সে-তো প্রতি ইঞ্চি স্ফটিক গভীর খাদ
দূর্ভিক্ষের মত ছিয়াত্তরের মন্বন্তর ক্ষুধা
রাজস্ব আদায়ে চরম বিপর্যয়ে সেই তুমি
মারাত্মক শব্দে অসতর্ক তার কবিতা লাশ ।
তবুও তুমি ডায়রীর মোহনায় কলমে সঙ্গম ।
তুমি আমার গভীর রাতের জেগে থাকা চোখ
শেয়ার কৃত দীর্ঘশ্বাস ,
অন্ত্যেষ্টিক্রিয়ার নিষিদ্ধ চিন্ময়
আরও কত কি , জানা নেই !
জানা নেই ,
তোমার প্রাচীর কঠিন অলিঙ্গন আড়াল
প্রতীক্ষার হাসি ,অপ্রচলিত মেঘ বৃষ্টি ।
ছেঁটে ফেলা কথা নিয়ে দাঁড়িয়েছি
রবি ঠাকুরের রেখাচিত্র গানের ওপারে ।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ তো কঠিন প্রেমিক-বুকের সুগভীর কাতরতা!
দেবজ্যোতি কাজল
হা । হয়তো তাই
সুপর্ণা ফাল্গুনী
চরম কঠিন কবিতা।তোমার ভালবাসা !
সে-তো প্রতি ইঞ্চি স্ফটিক গভীর খাদ
দূর্ভিক্ষের মত ছিয়াত্তরের মন্বন্তর ক্ষুধা
রাজস্ব আদায়ে চরম বিপর্যয়ে সেই তুমি
মারাত্মক শব্দে অসতর্ক তার কবিতা লাশ । ভালো লাগলো। শুভ কামনা দাদা
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ আপনাকে
ত্রিস্তান
প্রেম বুঝি এমনি হয় দাদাভাই। কি দারুন উপমা বিশ্লেষণ বিক্ষেপন। অসাধারণ সুন্দর একটা কবিতা পড়লাম।
দেবজ্যোতি কাজল
আমার প্রেম এমনি
সুরাইয়া পারভীন
তুমি আমার গভীর রাতের জেগে থাকা চোখ
শেয়ার কৃত দীর্ঘশ্বাস ,
অন্ত্যেষ্টিক্রিয়ার নিষিদ্ধ চিন্ময়
আরও কত কি , জানা নেই !
তাবৎ দুনিয়ার প্রেমিক-প্রেমিকাদের এমন এক জন থাকুক। থাকুক এমন এক জোড়া চোখ।
দেবজ্যোতি কাজল
চোখের দোষ না ,মনের দোষ
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম! লেখককে শুভেচ্ছা।
দেবজ্যোতি কাজল
আপনাকেওশুভেচ্ছা
ফয়জুল মহী
অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।
দেবজ্যোতি কাজল
আমার প্রেম এমনি