আগুনের উদ্বাহু নৃত্য

পারভীন সুলতানা ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ১২:৩৬:৫০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

ঈশ্বর ,
তুমি কি এখন কোন স্বরলিপি লিখছ?
লিখছ মানুষের অদম্য সাহসের অঙ্গীকার
জীবশ্রেষ্ঠ মানুষের জীবনাচার ?
নাকি হাত গুটিয়ে বসে আছ মহাকাল শুন্যতায়
দেখছ, মানুষ মত্ত কেমন উদ্বাহু নৃত্য চর্চায়
আর তাই, গান আর বাদ্য স্তব্দ, বন্ধ আনন্দ অপচয়।
ঈশ্বর, তুমি কি হৃদয়হীন ?
তুমি চুপ, নিশ্চুপ !
যেখানে ইরাক, সিরিয়া আফঘানিস্তান
জ্বলছে ধিকি ধিকি ফিলিস্তিন,মিশর আর পাকিস্তান !
ধর্মের ফেরিওয়ালা, ধর্ম সঙ্কটে সহস্র কোটি প্রাণ ।
তুমিও ধর্মহীন হলে, ধর্মের প্রবর্তক
শ্যামল শান্ত নিরীহ বাংলায়,
শুকুনির থাবায় রক্তনদী বয়ে যায় ।
মাতৃগর্ভে নির্ভার নয় শিশু, এও দেখতে হয় ?
পতাকায় শুকুনির থাবা, বুঝে কি সাধারণ
জুয়া খেলে রাজনীতি , বিবর চায় সিংহাসন ।
ঈশ্বর , তুমি অন্ধ এক্ষণ
নাকি মৌনতায় প্রলম্বিত করছ ধ্যান ?
দেখ কি অপূর্ব নৃত্য মুদ্রায়
মানুষের আগুন নৃত্য,
না’কি আগুনের মানবনৃত্য প্রদর্শন !

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ