আগষ্ট আসে ফিরে

সুপায়ন বড়ুয়া ১৭ আগস্ট ২০২০, সোমবার, ১১:৩৬:৩০পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

আগষ্ট আসে ফিরে বারে বারে

পিতা হারানোর বেদনায় শোকার্ত নগরীর এই বাংলায়।

মায়ের অশ্রু সিক্ত কপাল ললাটের বোবা কান্নায়

নববধূর মেহেদী রঙে রঞ্জিত রক্তাক্ত আঙিনায়।

 

শিশুর আত্ননাদে ভারী হয় বাংলার আকাশ

পোষা পায়রাগুলো ডানা ঝাপটায় বদ্ধ খাঁচায়।

ঘুমন্ত শিশুরা শিহরিয়ে উঠে পৈশাচিক উন্মাদনায়

পাখিরা কলরব করে উঠে ক্রোধের উন্মক্ততায়।

 

পদ্মা মেঘনা গৌরী যমুনা রক্তস্রোতে গর্জে উঠে বাংলাদেশ

রক্ত গোলাপ বিবর্ণ হয়ে যায় বাংলার শ্যামল মৃত্তিকায়।

কৃষকের লাঙ্গল থমকে দাঁড়ায় ফসলের মাঠে

মাঝি মাল্লার ভাটিয়ালী সুর ভারী হয় স্বজন হারানোর  বেদনায়।

 

তুমি নেই তাই গর্তে লুকা সাপ তুলে ফনা

বিষাক্ত নাগিনীরা ফেলে বিষাক্ত নিশ্বাস।

নেকড়ে বাড়ায় থাবা, হিংস্র শকুন লোলূপ দৃষ্টি মেলে

তোমার খুনীরা আজও দম্ভ করে দেশ ও বিদেশে

পুরস্কৃত হয়ে দূতাবাসের চাকরী ধরে

নাটের গুরুরা আজও ষড়যন্ত্রে লিপ্ত খুনীদের ক্ষমার আরজি নিয়ে।

 

আগষ্ট আসে ফিরে খুনীদের নির্লজ্জ মহড়ায়

রূপের আড়ালে ফুটে খুনীর বিভৎস চেহারায়

কেক কাটা উল্লাসে ঢাকা পড়ে যায় কবরের নিস্তব্দতায়।

খুনীর মুখোশ পড়ুক খসে শোকার্ত এই বাংলায়

 

জাগো মানুষ জাগাও বিবেক মনুষ্যত্ব্রের চেতনায়

খুনীর প্রেতাত্বারা নিপাক যাক সোনার বাংলায়।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ