আকাশ-আলোয় হেমন্ত

ছাইরাছ হেলাল ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০৯:১৭:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়,
এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে,
এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে;

নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?
ঐ উঁচুতে ভেসে যাওয়া!!

কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে;
হৃদয়-রক্তে জমে থাকা প্রবল উচ্ছ্বাসে টের পাই, সে আবার এসেছে নাগরিক
বিচ্ছিন্নতা ছুঁড়ে ফেলে, স্বপ্নিল বাস্তবতায়, সোনা-সোনা রঙ ছড়িয়ে।

কৃষকের আত্মীয়তায় কাঁদা-কাঁদা মাটির সোঁদা গন্ধ নিয়ে চিরায়ত সোনালী ধানের উষ্ণতায়,
আড়ালের আবডাল না রেখেই বলছি, হেমন্ত এ-বেলায় তোমাকেই চাই, গ্রাম্য মৌনতায়,
ফ্যালফ্যাল করে চাওয়া-চাওয়ি করা অবাক চোখে, একাকীর ছেঁড়া-খোঁড়া সময়ের ফাঁকে
উজ্জ্বল নিরিবিলি রোদ-হৃদয়ে।

ছবি নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ