
আকাশের দৌড় দেখে- দেখে
মনে হয় একটা তারাও থাকবে না
সব তারায় মাটিতে ঘর বাঁধবে;
অথচ নাকি বাতাসের গন্ধ ভারি-
নাকের সহ্য হয় না, করোনা ভাইরাস!
তবুও সূর্যের হাসি দেখে মনে হয়-
দিনের আলোকিত মুখ! সৃষ্টি থেকে
ধ্বংস প্রলয়ের সুখ- সুতরাং প্রণয়
শিখ প্রকৃতি মেঘের মাঝে-এভাবেই
চলবে জীবন থেকে আকাশে দৌড়।
২২ কার্তিক ১৪২৮, ০৭ নভেম্বর ২১
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হ্যাঁ বাউল কবি,জীবন দৌড়ের উপরেই আছে। কোথায় থামি বলা কঠিন। ভালো আছেন?
আলমগীর সরকার লিটন
এত চলছে এক রকম আপনি
কখন কোন ভাব আছে লেখি আর কি
ভাল থাকুন কবি দা
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ, এই বেশ ভালো আছি। স্রষ্টা ভালোই রেখেছে। ভাই
হালিমা আক্তার
আমরা সবাই লক্ষ্যহীন ভাবে দৌড়াচ্ছি। একমাত্র মৃত্যুর রথ আমাদের থামিয়ে দিতে পারে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু সঠিক বলেছেন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন———-
বোরহানুল ইসলাম লিটন
দৌড়ের উপরই দুনিয়া কবি দা।
বেশ অনুভবের ছোঁয়া।
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন———-
রোকসানা খন্দকার রুকু
কেন দৌড়াচ্ছ নিজেই জানিনা। ভালো থাকুন লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
সেই জানাটুকু কেই ধরতে দৌড় কবি রুকু আপু অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন———-