আকাশের ঠিকানায় লিখা চিঠি

নিশীথের নিশাচর ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:০৯:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

প্রিয় তুমি,

এখন আর আগের মত তোমার কথা মনে পড়ে না,
এখন আর তোমার সৃতি গুলো আমার চোখ ঝাপসা করে দেয় না।
এখন আমি কিভাবে আবেগ লুকিয়ে রাখা যাই সেই বিদ্যা শিখে গেছি
তুমি চলে যাবার পর অনেক নিদ্রাহীন রাত পার করেছি
একটু একটু করে নিজেকে মৃত্যুর দরজায় নিয়ে গেছি
তারপর ও কারো সাথে তোমার জন্য তুলে রাখা আবেগ অনুভূতি গুলো ভাগাভাগি করিনি।
তুমি চলে যাবার পর অনেকে এসেছিলো অনেকেই বলেছিলো এইভাবে জীবন চলে না
অনেকেই চেয়েছিলো তোমার জন্য রাখা আবেগ অনুভূতি গুলো ভাগাভাগি করতে
আমি চাইনি তোমার জন্য রাখা আবেগ অনুভূতি গুলো অন্য কে দিতে।
বিশ্বাস কর আমি দেয়নি, কেন দেবো ??
দিলে তো তোমাকে ঠকানো হবেই সাথে তাদের ও ঠকানো হবে,
আমি কাউকে ঠকাতে চাই না কারো সাথে অভিনয় করতে ও চাই না।
সেই জন্য অনেকেই আমাকে পাগল,গাধা,বোকা,একগুয়ে আরো কত কিছু বলেছে
তারপর ও আমি তাদের কোন কথায় শুনিনি। কেন শুনবো ??
তুমি ছেড়ে চলে যাবার পর আবার তো ফিরে আসলে তবে আসলে এমন সময়
যখন তোমাকে গ্রহন করবার মত সময় আমার হাতে নেই,আমি সব সময় কিছু নষ্ট করে ফেলেছি।
আর তাই তোমাকে ও ফিরিয়ে দিয়েছি কেন দেবো না বলো ?? এখন তো আমি আবেগ শূন্য আমার কোন আবেগ অনুভূতি মন বলে কিছু নেই।।
আর তাই এখন আমি আমার মত বেঁচে আছি আবেগ অনুভূতিহীন হয়ে,
এক নষ্ট জীবন নিয়ে সমাজ স্বীকৃত নষ্ট ছেলে হয়ে।

ইতি আমি
নষ্ট ছেলে

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ