আকাশী

আরজু মুক্তা ২৮ জুন ২০১৯, শুক্রবার, ১১:৩৫:৪৫পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

আকাশী রং এর শাড়ীটা
আলমারিতে তোলাই ছিলো!
তার ভাঁজ এখনও নিপাট
ন্যাপথলিনের গন্ধটাও তীব্র!!

ভালোবাসাগুলো বুননে, সুতোয় জড়ানো
স্মৃতিগুলো অম্লান হৃদয়ে
অকৃপণ মমতায়------!

ও বলতো শাড়ীটা মানাবে তোমায়
সাথে সাদা ব্লাউজ আর নীলটিপ!!

কখনো জীবন উল্টোপথে হাঁটে
হাঁসের ছানারা নোংরা করে পথ
তবুও দিনগুলো চলে ব্যতিক্রম
ঘড়ির কাঁটার উল্টোদিকে!!

অতীত বরাবরি অবিচল, স্থবির
আলমারীর কপাটগুলো বুঝে যায়
আমিও শাড়ীটার গাঢ় পারটা
না ছোঁয়ার মতো করেই ছোঁব।।।

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ