
সেই দিন আকাশটা কেমন ছিল?
পোড়া বারুদের গন্ধ ভেসেছিল আশপাশ?
পৌষের প্রারম্ভে শিশিরে সিক্ত নয়, শহীদদের রক্তে
ভেজা ছিল মেঠো পথের আল।
প্রিয় হারা কান্না ভুলে গিয়ে
বিজয়ের হাসি ফুটে ছিল চোখে,
কত শিশু হারিয়েছিল পিতা
কত নারী হারিয়েছিল সম্ভ্রম
কত নারী হারিয়েছিল নাড়ি ছেঁড়া ধন।
সকলে সব ভুলে গিয়ে কি সেদিন?
গেয়েছিলে বিজয়ের গান
লাল সবুজের পতাকায়
এঁকেছিল স্বাধীনতার মানচিত্র।
ছবি: নেট থেকে সংগৃহীত।
২৩টি মন্তব্য
মনির হোসেন মমি
সকল শহিদদের প্রতি বিনম্ভ্র শ্রদ্ধাঞ্জলী।
এই সকল ত্যাগ আমাদের মনে রাখতে হবে তবেই না স্বাধীনতার মান বুঝবো।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
বন্যা লিপি
সব ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা/বিজয়। সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা।
হালিমা আক্তার
অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। বিজয়ের শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
এতো ত্যাগের স্বাধিনতা স্বাদ আজ ভুলুন্ঠিত! অনেকে এর মুল্যই বুঝে না।কষ্ট বুকে বেদনা ভরা অশ্রু ভিজা চোখ।
হালিমা আক্তার
কতটা ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা এটা যদি সকলে বুঝতে পারতো। দেশ মাতার অশ্রু ঝরতো না।
মোঃ মজিবর রহমান
সত্য বলেছেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধা সকল শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি। বিজয়ের ৫০ তম বছরের শুভেচ্ছা সবাইকে
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
বিজয়ের আনন্দ সকল দুঃখকে হার মানায়।
বেশ সুন্দর নিবেদন।
শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু বিজয়ের শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা।
হালিমা আক্তার
সত্যি বলেছেন, স্বাধীনতার মান ধরে রাখা আমাদের দায়িত্ব। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
সমস্ত শহীদ দের জন্য অনেক শ্রদ্ধা থাকলো। সুন্দর প্রকাশ।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।
রোকসানা খন্দকার রুকু
বিনম্র শ্রদ্ধা সকল শহীদ ও সম্ভ্রম হারাদের প্রতি। আপনার জন্যও শুভকামনা।
হালিমা আক্তার
আপনার প্রতিও রইলো অজস্র ভালোবাসা ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
বিজয় তো এমনি এমনি আসেনি। অনেক আত্মত্যাগ আর প্রবঞ্চনার বিনিময়ে মিলেছে যে স্বাধীনতা তাঁর মর্যাদা কতটুকু অক্ষত আছে সেটাই এখন ভাবায়।
খুব ভালো লিখেছেন আপা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হালিম নজরুল
বিজয়ের শুভেচ্ছা।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ।