আকালের ডাইনি

ছাইরাছ হেলাল ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:৫৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

কঠিন ছদ্মবেশ ধরে অকাল-ডাইনির সাথে
প্রাথমিক আলাপ সেরে নেব, খুব গোপনে;

অপেক্ষাকে দাঁড় করিয়ে রেখে মুখ-টেপা
আলগা হাসি হাসি ভাব নিয়ে হাসি ঝুলিয়ে
বেয়াদব বিছনাবাদী কলমকে আচ্ছা করে কিলিয়ে
নিয়ে আসতে হবে লাইনে!!

ভুতের গলিতে ফেলে কম্বল প্যারেডের লেফট রাইট
ভাঙ্গাচোরা আলপথে ভুলিয়ে ভালিয়ে হাঁটিয়ে নিয়ে
কড়াৎ করে ঘাড় মটকানো!! খুব-খুব কঠিন এ সময়ে,

পাহারাদার ঘোড়ামুখো উড়নচণ্ডী ডাইনি, বিধবা হৃদয়ের
হাসি নিয়ে ফার্স্ট এ্যাটাক করে কী হয় এখন?
শ্মশানে বসে মুর্দাদের সাথে ফেলে-ফেলে হেসে-হেসে
আর কত খাবে ঘিলু চিবিয়ে!!

কাটা তারে ঝুলে আছে কত শত নজরবন্দির ছবি;
ফুঁকে দেয়া হুইসেল আর ফিরিয়ে আনা যায় না,
ফেরে না।

ছবি নেটের।

৮৫৭জন ৭১৪জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ