ইচ্ছে করলেই যেমন সব ভোলা যায় না, ইচ্ছে করলেই আবেগ ছাড়া থাকা যায় না। যারা মনে করে এটা করা যাবে তাদের জন্য রোবট টাই যথার্থ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নারী হচ্ছে কোমল প্রকৃতির। সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছেন তাদের। বেশি কিছু করলে ভেঙে যায় আবার অতি অল্পে বেঁকে যায়। তাই পুরুষের সেভাবেই নারীদের সাথে আবেগ মাখাতে হয় ভাইয়া।
১৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আকর্ষনীয় দ্বিধা এড়িয়ে
সম্মুখ পানে চলো।
ভালই হলো। শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
ইচ্ছে করলেই যেমন সব ভোলা যায় না, ইচ্ছে করলেই আবেগ ছাড়া থাকা যায় না। যারা মনে করে এটা করা যাবে তাদের জন্য রোবট টাই যথার্থ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
পুরুষ আসলেই মাঝারি স্তরে নারী কিংবা প্রেমিকাকে ভালো বাসতে পারে না,
হয় চরম ভালোবাসা, নয়ত নয়।
বেশ ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। এটাই সত্য।
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। অপরিসীম ভালো লাগলো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।
সুরাইয়া পারভীন
আবেগ আর অবহেলা
মুদ্রার এপিঠ ওপিঠ
হয় চরম আবেগে জড়িয়ে রাখো
নয় অবহেলার চাদরে মুড়িয়ে রাখো
ভালোবাসায় আবেগ আর অবহেলার কোনো জায়গায় নেই। ভালোবাসা এক মন আরেক মনকে ছুঁয়ে যাওয়া স্বচ্ছ পবিত্রনুভূতি।
নাজমুল হুদা
মাঝারি স্তরেও কোনো ভালোবাসা হয় না। দ্বিধা ছেড়ে আসতে হবে। ধন্যবাদ আপু।
তৌহিদ
নারী হচ্ছে কোমল প্রকৃতির। সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছেন তাদের। বেশি কিছু করলে ভেঙে যায় আবার অতি অল্পে বেঁকে যায়। তাই পুরুষের সেভাবেই নারীদের সাথে আবেগ মাখাতে হয় ভাইয়া।
ভালো থেকো।
নাজমুল হুদা
নারীরা এটা বুঝে না বলেই তো এক হলে হাই না হলে লো। পুরুষকেও আল্লাহ এইভাবে বানাইছে মাঝামাঝি কোনো অনুভূতি নাই। এক হলে জয় নাহলে ক্ষয় এটাই পুরুষ।
ভালোবাসা ভাইয়া 💞💞
হালিম নজরুল
সুন্দর লেখা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।