আকর্ষণজনিত দ্বিধা

নাজমুল হুদা ২৬ মে ২০২০, মঙ্গলবার, ১২:৪৫:১৯অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
বিষণ্ণতায় ভর করে দাঁড়ায় সমস্ত শরীর;
ইচ্ছে করলেই ভুলে যেতে পারে না
লতার মতো পেঁচিয়ে বাড়তে থাকে,
*
আজ বেঁচে থাকার একটাই সরলরেখা
নিচে নেমে এলে নাম রাখো অবহেলা
বেশি উপরে গেলে বলে উঠো আবেগ।
*
অথচ, তাবৎ সংবিধান নারীর অজানা
পুরুষ মাঝারি স্তরে নারী কিংবা প্রেমিকা
ভালোবেসে যেতে পারেনি; আমি পারি না-
হয় আসক্ত আবেগ, নয় বিষাক্ত অবহেলা।
*
যদি ভবিষ্যত সম্ভাব্য সমীক্ষা বলে-
চাহিদা ফুরোয় না, "তোমরা বরং রোবট পুষো।"
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ