আঁধারের বন্ধু

শুভ মালাকার ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার, ০১:১০:৫৯পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

ভাবিছ এখন যাকে সখা,
সেই তোমাকে ফেলিবে একা।
আলোতে সবি, আঁধারেতে নাই,
কালে পালাবে দেখিবে সবাই।

সদানন্দে-স্বউল্লাসে,
কাঠিছ প্রহর গুলি।
আলোর সখা নিয়ে,
আছ মেতে, আঁধার ভুলি।

করিছ খেলা, চলিছে বেলা,
দিবস-যামিনী সবে।
আসিবে সন্ধা, রহিবে একেলা,
থাক অপেক্ষায়-কে আসে কবে?

আঁধার আসিলে পরে,
প্রদিপ নাহি খুজে পাবে।
কাটাও দিবস তারে স্মরে,
তবেই আঁধারে বন্ধু পাবে।

ক্ষনকেও তাকে ভুলনা,
বিষাধ-বীন বাজিবে অকালে।
সে ক্ষনে কেউ পাশে রবেনা,
পাবেনা আলো তার বিহনে।

এখন থেকেই কর নতি,
যদি সে পূন্য চাও।
শত কাজের মাঝে ভক্তি,
তবেই তাকে পাও।

৫ জুন, ২০১১

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ