অ-লেখা

বন্যা লিপি ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ০৫:৩২:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

তারচে বেশি কিছুঃ-

করিনি ক্ষমা

দিইনি সাজা

কাঁচা মাটির উনুন জ্বালি

বাড়ুক ভেজা আগুনের শিখা

আকাশ ব্যেপে এবার উঠুক কালো ধোঁয়া।

গিরগিটিঃ-

সমস্ত রং চুরি করে রং বদলায়

হাসি অথবা সহজ জীবনের জলাঞ্জলি দিয়ে

আমরা কেবল আজীবন ফাঁসির আসামী

বাস্তবতার জেলখানায়।

গোপন চাঁদঃ-

সময়ের তীক্ষ্ণ ধারালো চোখ

গোপন অভিলাষ

ব্যতিরেক বিতণ্ডার ডামাডোল

শীর্ণ  চাঁদও শরীরে মেখে নেয় অ-নামাঙ্কিত কালো পাহাড়ের দাগ!আষাঢ় কিংবা শ্রাবণের  বর্ষাফলায় গেঁথেই যায় অবলীলায়

উঠোনের   হাঁটুজলে বিচরণ  করা মুখবন্ধ মাছ.....

নির্বোধ জলঃ-

হয়ত পৌঁছতে পারতাম মাঝামাঝি কোথাও!

নয়ত খুব কাছের কোনো একটা দুটো সিঁড়িতে!

আমায় টান দিলো মিথ্যে স্বপ্নের আতঙ্কিত ডাকাডাকি।

অসমাপ্ত গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে এখন আগুন ধরাই ভিজে স্যাঁতস্যাঁতে মাটির চুলায়।পর্যাপ্ত জলের অভাবে পাশের নদীতে স্থির ছিলো স্রোত।  কেবল ভুলের খালে জোয়ার ছিলো নির্বোধ।

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ