অ-প্রকাশিত প্রেম

সুপর্ণা ফাল্গুনী ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার, ০৮:৩২:১৬অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী;
তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে।
নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত;
আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে-
রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই;

স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,
সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান,
আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য;
মহাপ্রলয়ের আমন্ত্রণে অনন্তর কাব্য রচেছি নিভৃতে।
প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;
একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে।

ছবি-গুগল

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ