অ-কবিতা- দীর্ঘশ্বাস

সাবিনা ইয়াসমিন ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:৫৯:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

কখনো খেয়াল করেছো?
নিঃশ্বাস নেয়ার প্রাক্কালে,
অক্সিজেনের সাথে হুড়মুড়িয়ে ঢুকে যাওয়া কিছু কষ্ট,
চট করে ঢুকে পরে ফুসফুসের একদম গভীরে..

আটকে রয়, লুকিয়ে থাকতে চায়
অনন্তকালের এক প্রাসাদ-গড়ার প্রয়াসে,
নিঃশ্বাসে আর শীতল-বাতাস থাকে-না,
কষ্টের রঙে রঙ্গীন হয়ে পরিনত হয় বিষাক্ত বায়ুকণায়,

জমতে থাকে, জমতেই থাকে;
তারপর হঠাৎ সবটুকু স্থান পূর্ণ হয়ে হাঁসফাঁস করে উঠা হৃদ-যন্ত্রটি গর্জে উঠে,
এক সময়ের প্রবল আশ্বাসে টেনে নেয়া নিঃশ্বাসকে,
খুব নির্মমতায় প্রত্যাখ্যান করে দেয়,
প্রশ্বাসের ধুলায় মরে যায় অক্সিজেন।

নিরাকার ব্যথায় রঙ্গীন কষ্টের নামটুকু দীর্ঘশ্বাসে মুছে যায়...

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ