অালো জ্বলেও না নেভেও না।
স্থির হয়ে দাড়িয়ে থাকে
পৃথিবীর প্রথম প্রাণের মশাল।
অামি নগন্য অালোক দেখে
ঝাপিয়ে পড়ে দেই প্রাণ।
কত মন সাধলাম অামাকে
একটু খানি অাধার দাও।
চোখ দিয়ে এতো অালো সহ্য হয় না।
অামার চোখ অালো দেখতে দেখতে
ক্লান্ত হয়ে বুজে অাসে।
একটু খানি শান্তির অাধার দাও।
দিলো না কেউ।
তবে কি অাধারের মরন হয়েছে?
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
ব্লগার সজীব
সোনেলায় স্বাগতম -{@ কবিতার ডায়েরী হতে প্রথম কবিতা 🙂 আলো চাই ভাইয়া, আধারের জন্য অপেক্ষা কেন? ছোট কবিতার মাঝেই সুন্দর ভাবে ভাবনার পুর্ন প্রকাশ করলেন। ভাল লেগেছে কবিতা। নিয়মিত লেখুন, নিয়মিত থাকুন আমাদের সাথে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলায় স্বাগতম -{@ কবিতার উক্তি ধরেই বলছি….
“সব আধার কাটিয়ে দেয়
সোনেলার সোনালী রৌদ্রের ঝিলিক…
প্রথম পোষ্টেই মাত করলেন।অসম্ভব ভাল লাগল ।
অরুনি মায়া অনু
সোনেলায় স্বাগতম জানাচ্ছি। প্রথম পোস্ট ভাল লেগেছে। আশাকরি সাথে থাকবেন -{@
মোঃ মজিবর রহমান
একটু খানি শান্তির অাধার দাও।
দিলো না কেউ।
আলো এসো আমাদের এভুবনে
ফরিয়ে দাও ভুবন জুড়ে
প্রশান্তির বাতাস বোক সকল মনে।
সোনেলায় আপনার বিচরন হোক সর্বদা ।
শুভেচ্ছা নিরন্তর।
ক্রিস্টাল শামীম
না আঁধারের মরণ হয়নি ,,, আলো আপনাকে ভালোবেসে কাছে টেনেনিয়েছে। কিন্তু কোনোকিছুই অতিরিক্ত ভালোনা।
ইঞ্জা
সোনেলায় স্বাগতম, প্রথম লেখাটা বেশ লেগেছে, আরো লিখুন এই শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
সোনেলা অঙ্গনে স্বাগত জানাচ্ছি।
আরোও অনেক লিখুন।
একটা কথা জানতে চাইছি, “আধারের মরন” নাকি “আঁধারের মরণ?” কারণ আঁধার=অন্ধকার এবং আধার=যে ধারণ করে, আশ্রয়ও বলা যায়। যেমন কলস হলো জলের আধার।
চাটিগাঁ থেকে বাহার
কবিতা ভাল লেগেছে।