অাধা‌রের মরন।

কবিতা ডায়েরী ৮ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, ০৭:৪০:৩৬অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

অা‌লো জ্ব‌লেও না নে‌ভেও না।
‌স্থির হ‌য়ে দা‌ড়ি‌য়ে থা‌কে
পৃ‌থিবীর প্রথম প্রা‌ণের মশাল।
অা‌মি নগন্য অা‌লোক দে‌খে
ঝা‌পি‌য়ে প‌ড়ে দেই প্রাণ।
কত মন সাধলাম অামা‌কে
একটু খা‌নি অাধার দাও।
‌চোখ দি‌য়ে এ‌তো অা‌লো সহ্য হয় না।
অামার চোখ অা‌লো দেখ‌তে দেখ‌তে
ক্লান্ত হ‌য়ে বু‌জে অা‌সে।
একটু খা‌নি শা‌ন্তির অাধার দাও।
‌দি‌লো না কেউ।
তবে কি অাধা‌রের মরন হ‌য়ে‌ছে?

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress