অহেতুক দাঁড়িয়ে থাকা

ছাইরাছ হেলাল ২৩ জুলাই ২০২১, শুক্রবার, ১০:৪১:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

কোন এক বিবস্ত্র তিথিতে অনুভূতি প্রদক্ষিণ করে
চুপিসারে দাঁড়াবো সোনেলার গা-ঘেঁসে সবার অলক্ষ্যে,
আশ্চর্যরকম সতর্কতায়; ষষ্ঠ, সপ্তম, অষ্টম ইন্দ্রিয় টান টান করে,
দেখে নেব এখানে-সেখানে কী-হয়, কে কী-লেখে, লিখবে বলে ভাবে;
ভেবে ভেবে টো টো করে, ইতিউতি-ও;

শুনতে পাই, এখানে অতি সামান্যের একটি মাত্র অক্ষর এঁকে দিলে,
আনন্দ-বেদনা নিয়ে ভাবলেও, সেই ভাবনার সুলুক সন্ধান
সমুত্থিত রোদ্দুরের মত স্পষ্ট হয়ে ধরা দেয়, অদৃশ্যের কোন আয়নায়!

টান-টান হাসাহাসি, টুটি-চাঁপা হাসি, পাঁজর ভাঙ্গা দৃশ্যমান-অদৃশ্য অভিমান,
দ্বিধাহীন বিলাসী প্রতিজ্ঞা, ধরা-ছোঁয়ার বাইরের কোন অভিশাপ;

জানি, দাঁড়িয়ে থাকার এই স্বতঃস্ফূর্ত অপব্যয়তা, কোন মানেই নেই,
জানি, এ নয় কোন শিবরাত্রির উপাসনা, ব্যস্ত ব্যাকুল অন্তরে,
জানি, এই যে পলক-পলক ঝুলে থাকা, আঁকড়ে থাকা প্রাণপণে;

অতঃপর মরি-বাঁচি ঝাঁপিয়ে পড়া, পাঁজরের নিচে উন্মনা জৈবতার
নির্দোষ স্পন্দন সবুজ হৃদয়ের আঙিনায়,
উপেক্ষার নয় মোটেই, নুয়ে পড়া আবছা আলোর অসারতায়;

ছবি নেট থেকে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ