অহর্ণিশ

রায়হান সেলিম ২০ মে ২০১৭, শনিবার, ১১:৩০:২৯অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য


নরম আঁধারের সুতোয় দহন বুনেছে প্রহর
সুনসান শব্দহীনতা জমিয়ে বসেছে রাত্রির
পাতার ওপর !
জলছত্র খুলেছে আকাশ মনোরম রমণী নদীর
ঢল বুঝি -
আড়াল খুঁজে কি গাছের ছায়ারা সব
কেমন সর্পিল বিষাদ মেখে গা ঘেঁষাঘেঁষি নিশিযাপন !

কোমল কলরব অহর্ণিশ বোধের বোবাটে
বারান্দায়
বাঁধাগ্রস্ত হাওয়ার থালায় লম্বাটে বধির বিভ্রাট
বিচলিত চাঁদ হারানো খেয়ার অদৃশ্য মাধুরী !

চাপল্য চমকায় কলাবনের বাদুর ঠোঁটে
ইগুয়ানার জিভের টানে উঠে আসে
যতটুকু আলো
খুঁজে পায় তরল আঁধার **********

২০/০৫/১৭ শনিবার ।

ছবি সংগ্রহ ঃ Cell Phone Wallpaper

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ