অহঙ্কারী অভিমান

নীলাঞ্জনা নীলা ১৯ মে ২০১৭, শুক্রবার, ০৮:২০:২৭পূর্বাহ্ন গল্প ২২ মন্তব্য

অহম...
অহম...

এক অদ্ভূত সঙ্কেত পেলো ঋক নিরবচ্ছিন্ন নীরবতার মধ্যে। একটি চিঠি লেখার কথা ছিলো। সে ভুলে গেছে কবে, কখন বলেছিলো, “হুম লিখবো। ভেবোনা আমাকে নিয়ে।” কিন্তু আজও লেখা হয়ে ওঠেনি। কি যে হয়েছে আজকাল তার, বয়স কি মস্তিষ্কের নিউরণকে গিলে খায়? ক্যালেন্ডারের পাতার মধ্য দিয়ে জীবনকে চলতে দেয়নি বলেই কি আজ ব্যঙ্গ করছে ক্যালেন্ডারের ওই তারিখগুলো? কতো বছর জানি হলো ফুলের সাথে ঋকের আর কোনো কথা হয়না? বছর? ধ্যৎ বছর কোথায় এই তো মাত্র কিছুদিন। নাহ এভাবে জীবনকে চলতে দেয়া যায়না। কিছুদিন আগে পর্যন্তও ফুল ফোনের পর ফোন, ম্যাসেজের পর ম্যাসেজ দিতো, এখন ঋকের অবহেলায় বেশ কতোদিন থেকেই ফোনের ওপাশ নিশ্চুপ। আসলে ভালোবাসা রেললাইনের মতো সমান্তরাল নয়, কথাটির সাথে অনেকেরই পরিচয় নেই। —‘ধ্যৎ কি সব বলছি? নাহ একটা ফোন দিয়ে দেখি তো!’ ওপাশ থেকে সেই কিন্নরি কন্ঠে উচ্চারণ, ‘হুম বলো!’ কেমন জানি নির্বিকার কন্ঠস্বর ফুলের।

---আমার উপর রাগ?
---কই, না তো! অভ্যেস হয়ে গেছে, এসবে এখন আর তেমন কিছু আসে-যায়না আমার ঋক।
---বুঝেছি অভিমান!
---সত্যি বলছি বিশ্বাস করো আমার এখন তোমার উপর রাগ কিংবা অভিমান কিছুই আসেনা। হুম একটা মায়া কাজ করে, আর কিছু না।
---আর আমার প্রতি আদর?
---(ব্যঙ্গ হাসি দিয়ে) সত্যিটা নিতে পারবে ঋক? পারবেনা শুনতে, থাক তাহলে ওই প্রসঙ্গ। বলো কেমন আছো?
---(দীর্ঘশ্বাস ছেড়ে) ভালো আছি, খুব ভালো আছি। আমায় তুমি আর ভালোবাসো না, না?
---ঋক থাকনা ও প্রসঙ্গ!
---ঠিক আছে ভালো থেকো ফুল। আজ রাখি। বাই!

ফুল দীর্ঘশ্বাস ছেড়ে আবার বইয়ের দিকে মনোযোগ দিলো। একজন নতুন লেখকের লেখা, যদিও কাহিনী পছন্দ হয়নি। তবুও পড়ছে "সম্পর্ক" নামের গল্পটি। ছাপার অক্ষরে লেখা কথাগুলো কি সুন্দরভাবে ঠিক এই সময়ের সাথেই মিলে গেলো। সম্পর্কের গোড়া পাকাপোক্ত করতে অনেক যোগাযোগ লাগেনা, চাই যত্ন। কথা হোক, না হোক, দেখা হোক কিংবা না হোক, ওই দূরত্বের মধ্যে যত্ন চাই। মানুষের কোমল আবেগের সাথে গাছের অনেক মিল। গাছকে শুধু জল আর সার দিলেই কি বাঁচে? ওকে আদর করতে হয় অনেক মমতা মাখানো যত্ন দিয়ে। আর ভালোবাসার সম্পর্ককেও ওভাবেই যত্নে রাখতে হয়। নাহ আসলেই ঋকের উপর আর কোনো অভিমানই নেই ফুলের। গভীর প্রেম মায়ায় গিয়ে একেবারে ফুরিয়ে যায়। বইটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো ফুল, আর প্রিয় কবিতার লাইনটা ছুঁড়ে দিলো আকাশের দিকে,

তোমাকে ভালোবেসে বুঝে গেছি বিষের স্বাদ কেমন!
একেকটি জিপসি রাতে শূণ্য আলিঙ্গনের স্পর্শ পেয়ে জেনে গেছি
তোমাকে না-পাওয়ার কারণটা কি!

হ্যামিল্টন, কানাডা
১৮ মে, ২০১৭ ইং।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ