অহংকার

শামীনুল হক হীরা ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০২:৫৭:৪১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমার যা আছে তোমার দেহেও তাই আছে,
আমার কম টাকা বেশি টাকা তোমার কাছে।
লেখা পড়াও তোমার বেশি আমারতো অল্প,
তোমার চেয়ে সুন্দর আমার জীবনের গল্প।
অল্পতেই রাগ হয়ে যাও করে অবহেলা,
আজ রাজা কাল ফকির সবি ভাগ্যের খেলা।
খাও দাও ফুর্তি করো ভালমত চাকরি করো,
কি হবে ভেবেছ কি যদি তুমি আজকে মরো।
আমি থাকি আরামে টেনশনে তোমার রাত,
সবকিছুই থেকে যাবে মরে গেলে শূন্য হাত।
সহজ কথা উল্টা কর কথার মাঝে এত ধার,
তুমি মানুষ আমিও মানুষ কিসের অহংকার।

৭১৬জন ৬২৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ