
আমার যা আছে তোমার দেহেও তাই আছে,
আমার কম টাকা বেশি টাকা তোমার কাছে।
লেখা পড়াও তোমার বেশি আমারতো অল্প,
তোমার চেয়ে সুন্দর আমার জীবনের গল্প।
অল্পতেই রাগ হয়ে যাও করে অবহেলা,
আজ রাজা কাল ফকির সবি ভাগ্যের খেলা।
খাও দাও ফুর্তি করো ভালমত চাকরি করো,
কি হবে ভেবেছ কি যদি তুমি আজকে মরো।
আমি থাকি আরামে টেনশনে তোমার রাত,
সবকিছুই থেকে যাবে মরে গেলে শূন্য হাত।
সহজ কথা উল্টা কর কথার মাঝে এত ধার,
তুমি মানুষ আমিও মানুষ কিসের অহংকার।
১২টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতি চমৎকার লিখেছেন
শুভকামনা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা নিবেন সম্মানিত।।
বন্যা লিপি
আমরা ভুলে যাই নানাবিধ পার্থিব কারনে আমাদের অবস্থান, পারিপার্শ্বিকতা। আমরা ভুলে যাই আমাদের মিশে যেতে সময়ের অপ্রতুলতা। অহংকার যে কোনোভাবে ধ্বংসের কারন।শিক্ষনীয় লেখা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। পার্থিব জীবনের মায়াজালে জড়িয়ে লোভ, লালসা, অহমিকায় ডুবে যাই; মৃত্যুর মত কঠিন সত্যটাকেও ভুলে যাই । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
শামীনুল হক হীরা
ঠিক বলেছেন সম্মানিত কবি।। ভাল লাগল মন্তব্য পেয়ে।। ধন্যবাদ সতত।
শামীনুল হক হীরা
একদম।।মন্তব্য পেয়ে খুশী হলাম সম্মানিত কবি।। ধন্যবাদ অনন্ত।।
শামীনুল হক হীরা
আপনার অনন্য মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সম্মানিত।। ধন্যবাদ অনন্ত।
শামীনুল হক হীরা
চমৎকার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।। ধন্যবাদ অনন্ত।
আরজু মুক্তা
মরলেই সব শেষ। অহংকার তখন পথের ধূলিতে।
শামীনুল হক হীরা
একদম।।।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
শামীনুল হক হীরা
মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম।। ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।