- অহংকার ওই পতনের মূল
বিজ্ঞ জনে কয়,
অহংকারীর সঙ্গীসাথী
কখনো কেউ নয়।
- অহংকারের চূড়ায় উঠে
দেখায় কত বল
পরকালে পাবে তুমি
কৃতকর্মের ফল।
- প্রাচুর্যের ভাই মধ্যে থাকে
যতোই করো ছল,
মৃত্যুর দূতের কাছের তোমার
হবে সবি জল।
- কর্ম যেমন ফল তেমনি
শাস্ত্র বলে তাই,
ইতিহাস ভাই সাক্ষী আছে
রেহাই তো পায় নাই।
- সবি ভুলে একত্র হয়ে
গায় মানবের গান,
সকল অহং চুর্ণ হোক ভাই
জুড়ক মন আর প্রাণ।
রচনাকালঃ
১৮/০৭/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত
৪৫৭জন
২৯৯জন
৯টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
একাধিকবার নীতিমালা ভঙ্গ করায় আপনার ব্লগার স্ট্যাটাস অনির্দিষ্টকালের জন্যে অবনমিত করা হল।
এই সময়ে আপনাকে পর্যবেক্ষণ করা হবে এবং এখন থেকে আপনার কোনো লেখা সরাসরি প্রকাশিত হবে না।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ওকে
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমার লেখা প্রকাশ করবেন না।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলেই অহংকার পতনের মূল।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
Thanks
মোঃ মজিবর রহমান
অহংকার করে ধংস্বছাড়া কিছুই আসে না।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।।