অস্পৃশ্যতার শর্তে

খাদিজাতুল কুবরা ৩১ জানুয়ারি ২০২২, সোমবার, ০৩:৩০:৪৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

দেয়াল ঘেঁষে অনর্থক গজানো শ্যাওলাগুলোর একটি চিঠি পড়বে?

হ্যাঁ চিঠি! সেকেলে কিন্তু খাঁ খাঁ বুকটা সবটুকু সেখানেই মেলে ধরে!

পেরেক আঁটা দেয়ালিকায় বন্ধনী চিহ্ন আঁকা; এটা সত্যি,

ওপারে নন্দনকানন সাজানো পরিপাটি তা-ও সত্যি!

আকাশ ছাওয়া নির্বাণ ও সত্যি,

ক্ষুদ্র এই মানবীর পায়ের তলার মাটি আর শুকতারার মাঝে মহাশূন্য বিদ্যমান,

বলো এ-ও তো সত্যি, এরপর ও বলবে দিচ্ছি ফাঁকি?

কবি!

মনের তল খুঁজে পায়নি তো মনি ঋষি ও।

প্রণোদনা প্যাকেজ নির্মাতাদের উদ্যোগে হারিয়ে যায় কলমিলতা, গুল্মলতা যত,

বুকের চাতালে ফোটা ফুল মৃত ঝিলের জলে ছলকে উঠে হয় বিরহিত!

আরও একটি ছোট্ট ভুল হয়েছে কবি,

দেয়ালটি কংক্রিটের নয়, ভঙ্গুর কাচের ; যাতে আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা আছে।

কিন্তু ভেদ করে আলিঙ্গনাবদ্ধ হওয়ার আগেই ঝুরঝুর করে ভেঙে পড়বে মাথার উপর।

সে খেয়াল আছে?

বেখেয়ালি কবি!

চলো চোখে চোখ রাখি, হাতে হাত, আঙ্গুলে আঙুল, শুধু অস্পৃশ্যতার শর্তে!

দেবতারা খুশি থাকবে স্বর্গ- মর্ত্যে!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ