অসীম শূন্যতা

স্বর্গের মেঘ পরী ১২ এপ্রিল ২০১৪, শনিবার, ০৯:৫৮:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

কি যেন নেই এই রহস্যময়
পৃথিবীতে....
এখানে এসেছি কোন পিপাসায়...
কেন এ বা ছেড়ে দিয়েছে আমায়
অসীম
শূন্য পৃথিবীতে ....
কোথায় ও কিছু নেই এই শূন্যতায় ....
ভেঙ্গেপড়া গাছটায় বসে
শুনতে পাই আমার সেই ছোট্ট
চিরচেনা বন থেকে
অচেনা কোকিলের সুর
যে সুরে মুগ্ধ হয়ে হারিয়ে যাই দূর
অজানায় ....
শুকনো পাতার তছনছ শব্দ
পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ
কিছু এ নেই এই ধোয়া কুয়াশায়
সমস্ত চাওয়া জুড়ে রয়েছে অসীম
শূন্যতা ....

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ