অসমাপ্ত প্রেম

সুপর্ণা ফাল্গুনী ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০৭:০০:০২অপরাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

 

ধূলোপড়া স্মৃতিগুলোতে আজো তেমনি তোমার পরশ পাই,
যেমনি ছিলে সেদিন তুমি আমার ভালোবাসা হয়ে।
শুকনো পাতার মতো ঝরে গেছে তোমার ভালোবাসা-
যেমনি বৃক্ষরাজি হারায় সবুজের তারুণ্য বসন্তের আগমনে।
শারদ-সন্ধ্যায় এসেছিলে, দু’হাত ভরে নিতে অপার ভালোবাসা,
যেমনি সাঁঝবেলায় পান্হ-পাখিরা নীড়ে ফিরে।
আজ তুমি অন্যের ভালোবাসার দাবিদার-
তোমার-আমার প্রেমের সাঙ্গলীলা সাঙ্গ করে।
কত স্বপ্ন, কত আশা বেঁধেছিলাম তোমায় নিয়ে,
যেমনি হাজার স্বপ্ন নিয়ে নদী বয়ে চলে অতল সাগরে।
আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।

ছবি-গুগল

১৯.০৯.২০১৪

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ