অষ্টাদশী প্রেম

সুপর্ণা ফাল্গুনী ২ মার্চ ২০২০, সোমবার, ০৫:৫৬:১২অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

স্মরণের বাতায়ন খুলে তোমারি অপেক্ষায়-
কত শত কথার পংক্তিমালা সাজায়
অবোধ্য,বেশরম মনটা।
অহোরাত্র তোমারি বাসনায়;
উত্তাল-পাতাল কুমারী যৌবন নেশার স্ফুলিঙ্গ ছড়ায়।
প্রণয়ের অনুভূতিতে শিহরিত অষ্টাদশী কুমারী।
সলাজে লজ্জাবতী যেন করমচা আদল পায়।
স্নানঘরে জলস্পর্শে তোমারি চুম্বন-
চুয়ে যায় কপোল বেয়ে বক্ষচূড়ায়।
রজঃস্বলা জরায়ুতে তোমারি বীর্যপাতের অঙ্কুর ফোঁটাতে চায়।

রেশমী বিকেলে সন্ধ্যার সোনা-রঙ
যখন আলিঙ্গনে কম্পিত;
তোমারি দু'বাহু আবেশে-
আদিমতায় বেহিসেবি আঁচড় কাটে দেহ পুঞ্জে।
তোমারি প্রেমের উন্মাদনায়-
ব্যাকুল হয়ে ওঠে চিত্তের অনুরনন,
নয়নের আড়শিতে তোমারি অবয়ব দৃশ্যমান।
হৃদয়ের ক্যানভাসে তোমারি প্রেমের আল্পনা আঁকিবুঁকি;
তোমারি ভাবনার মায়াজালে বিভোর অবুঝ কুমারী -
অষ্টপ্রহরের হিসাবে আনাড়ি।
কামনার নদীতে নিমজ্জিত তনু-মন;
কাটিছে দিবানিশি তোমারি ঘাটে নোঙর করি।
অষ্টাদশী প্রেমের আনাড়িপনায় বেখেয়ালি;
তোমাতেই বিলীন হয়ে ভিড়ায় তরী।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ