অষ্টআশ্চর্য

সৈকত দে ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ০৯:২৭:৩৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঐ কন্যা শোন;যাবে কি আমার সাথে?

পুষ্প ফোটা,সবুজ ঘেরা ঐ দিগন্তের পথে!

 

আমি কেন যাব তোমার সাথে?

তুমিতো হলে সেই ভবঘুরে,

সকালে এখানে তো বিকালে ওখানে।

 

চলাফেরা যার নিজেরই ঠিক নাই,

কেমন করে তার সাথে পথ চলার ভরসা আমি পাই!

 

নিজে ভবঘুরে তাতে কি?

তোমায় রাখবো অতি যত্নে,

হ্রদয়ের মনিকোটাই থাকবে তুমি রত্নে।

 

আগে বলো আমি তোমার কে?

তুমি সূর্য্য ওঠা ভোর আমার তারাই ভরা রাত্রি।

 

কিভাবে নিয়ে যাবে আমায়?

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর।

 

কি করবে?

ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর।

 

আহঃ দূর! এগুলো সব গানের ভাষা।

তা শুনে মিটবে কি মোর মনে আশা?

 

ভাষা গানের তাতে কি?

তা তো আমার মনের কথা।

 

কি আছে তোমার কাছে?

দুচোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা।

 

কি দিবে আমায়?

রজনীগন্ধার সৌরভ আর বেলী ফুলের স্নিগ্ধতা।

 

ও আচ্ছা, এখন তো বসন্তকাল!

তাই তো বলি! নানান ঢঙের ফুলের সৌরভে-তোমায় দিব অপরূপ সৌন্দর্যের মুর্চনা।

পথ চলতে গিয়ে পাবে তুমি,

ফাগুনের উষ্ণ অভ্যর্থনা।

 

আচ্ছা ঠিক আছে,আমি যাব তোমার সাথে।

কিন্তু একটা শর্তে!

বলো আর কি চাই তোমার?

বেশি কিছু চাই না আমি,

শুধু এটুকু জানতে চাই?

 

আগে বলবে তো কি?

তুমি ভুলবে নাতো আমায়?

প্রিয় থেকে আরো বেশি প্রিয় তুমি,

কেমনে ভুলবো তোমায়।

 

একসাথে চল যায়,দুজন-দুজনায়

হারায় ভালোবাসার মাঝে।

তোমার লাগি হিয়া মোর হ্রদয়ে,

প্রেমময় সুর বাজে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ