প্রকৃতির অভিমান ভাঙ্গাতে বৃষ্টি আসে,
বিশুদ্ধতার উৎকর্ষে প্রকৃতি পরম তৃপ্তিতে মিষ্টি হাসে!
মেঘ সরে গেলে সূয্যিমামা বেরিয়ে আসে।
রোদ বৃষ্টির পালাক্রম আসা যাওয়ায় পৃথিবী বাঁচে নাওয়া খাওয়ায়।
নব উদ্যমে সাজে বৈচিত্র্যময়!
মিষ্টি হিমেল আবেশ মিশে দক্ষিণ হাওয়ায়!
একপশলা বৃষ্টি পৃথিবীকে নবরূপে শক্তি যোগায়।
তেমনি করে তুমি যদি ফিরে আসতে,
আমার চোখের অশ্রুতে!
আমিও ঝরঝর করে কাঁদতাম মাথা রেখে তোমার বুকে!
জানোতো,কান্না হারিয়ে গেছে আমার জীবন থেকে!
আনন্দ হাসির প্রশ্ন অবান্তর।
পরিণত হয়েছি জীবন্ত লাশে, মনের আকাশে পেঁজো মেঘ ভাসে নিরন্তর!
তোমার চলে যাওয়ায়,কলমের কালি ফুরিয়েছে,
চাঁদ উঠেনা আর মন আকাশে!
সূর্য্যটা মেঘের আড়ালে উপহাস করছে!
তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
সমস্ত গ্লানি ধুয়ে মুছে  নতুন শুরুর বিশুদ্ধতায়!

২৭/০৫/২০২০ইং

৭৩৩জন ৬১০জন
11 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ