কথায় কথা
সে অনেক কথা…
গাব গাছের শিকড়ে
ঘুড়ির সুতো বাঁধা!
ডালে ডালে পাতার ছৌ -নাচে
রাস্তায় সাইকেলের ঘন্টির আওয়াজ,
যাত্রীর গুনজন শব্দে হাটে
ব্যাপারিদের বর্ণের হ্যালো হাই,
হনুমানের হুক হুক ভয়ে
পাখিদের মধ্যে মিশে যায়
হাড়িচাঁছার অগভীর ডাক,
বুলবুলির কাঁঠাল পাতায় ঘোমটা
খুলে লাল-বিদ্যের মূখ্যুর অনুরাগ,
এই গভীর অল্প কথাগুলো কচু পাতায় টলে
মাটির ট্যুইট জলকেলির ভেঁপুর ধুসর বিষাদ!
সিটি -সেন্টারের ঝাল-মুড়ি
শপিং মলের ভেলপুরি,
তেল নুন কাঁচা লঙ্কা কাঁচা আমের
রসে মনের কথার কত্থক-কলি,
হাই সোসাইটির দড়ি টানা-টানির খেলায়
গাঁয়ে ধোঁয়াশা নিয়ে শিশির বেড়ায় জানালায়,
ঝাপসা রোদে কাঁঠালি বনে
কংসাবতীর এক ডুবে
জল পাই মরা নলকূপ,
গ্রীষ্মের হাঁ হুতাশের আঁচে
ফ্যাকাশে কংক্রীট বাড়ির কাঁচ!
এসব কিন্তু তরমুজের জল ভাঙার কথা সল্প,
তারপর শুরু হয় আমাদের শরশয্যার আদিম গল্প.…
@বাড়ি,
তারিখ-২৯/০৬/১৩
সময়-৪ঃ০০ বিকেল
Thumbnails managed by ThumbPress
৭টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
একদিন তুমি অনেক বড় কবি হবে ভাই ।
এজহারুল এইচ শেখ
Keno?vai
ছাইরাছ হেলাল
আপনি সব সময়ই ভাল লেখেন ।
জিসান শা ইকরাম
কথায় কথায় অনেক কথাই পড়লাম 🙂
ভালো হইছে কবিতা ।
শিশির কনা
(y) ভাল কবিতা ।
প্রজন্ম ৭১
ভাল লিখেছেন । (y)
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর হইছে