অলৌকিক মানুষ

নাজমুল হুদা ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৮:০৭:০৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

প্রতিনিয়ত চাষী থেকে বিজ্ঞানী সবাই জানে;
আকালে ঘূর্ণন টের পায় না
দিক বেদিক ছিটকে পড়ে না
লাগামহীন করতলে,তাঁর বুকে
ঘূর্ণিঝড়,বন্যা,খরা,উষ্ণতা সব
আর প্রণয়ের গবেষণাগারে
প্রেমিক সূর্য, আর প্রেমিকা বসুন্ধরা।

এক গাঢ় আভায় রূপসী বাংলা টানে;
অভয় দিয়ে আগলে রাখলে
আকুতিতে তন্দ্রাচ্ছন্ন প্রহরী
লতাশুন্য পাহাড়ে মালিকানা
তৃষ্ণার্ত নদীতে ভ্রমণচারী
আর মানসম্মত বেদনারা বলবে
সকাল-বিকাল রোজ ভিতর থেকে
ভালোবাসার লাল অক্সিজেনেই বাঁচবে।

প্রতিক্রিয়ায় বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড না;
ভালোবাসায় মাখিয়ে অক্সিজেন ঢেলে নিবে
পৃথিবী তুমি এক অলৌকিক মানুষ
টক মিষ্টি ঝাল পৃথিবী ভালোবাসবে

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ