অলৌকিক চাদর

ছাইরাছ হেলাল ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ০৫:৪৭:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

ছায়া-মায়ার বিভ্রম লুকিয়ে রেখেছি সযত্নে,
বুক পকেটে, সোনার-কাঠি রূপোর-কাঠি,
জিয়ন-কাঠি-ও;

সামান্য ফুঁ-তে নিভিয়ে দিতে পারি
আগ্নেয়গিরির মরণ-লাভা,
ইশারার চাঁদ ছুটে এলে
পুরো জ্যোৎস্না পুরে নিতে পারি একটি আস্তিনে,
উত্তাল-সমুদ্র থিতু হবে বালিয়াড়িতে,
আঙ্গুলের সামান্য নির্দেশে;

জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে,
কাবিলের হাতে খুন হওয়া
ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না।

করোনা জয় করে মসজিদ-তারাবীতে যেতে পারি-না,
অবিশ্বাস উপরে ফেলে বিশ্বাসের মিতালী জুড়ে দিতে পারি-না,
বুকে বেঁধা এক ঝাঁক পেরেক উপরে ফেলে
বুক-ভরা নিঃশ্বাস নিতে পারি-না;

তবে
অলৌকিক চাদর বুকে জড়িয়ে,জপতে থাকা
অভিশাপ আর নিষ্ঠুরতার নামতা,
সে আমি ভুলিয়ে-ই দেব, বৈমাত্রেয় দিনের শেষে।

ছবি নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ