অলিখিত অক্সফোর্ড (Dedicated to Sonelablog)

অনন্য অর্ণব ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৪:৩৩:৩৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

তব সমান্তরাল রেখায় চলে যাবো বহুদূর - বহুদূর

সফলতার সোনালী পালক; শিরোঙ্কিত হবে- হবে রাজমুকুটসম,

ঈষাণ অগ্নি আলোকিত করে ঘুচাবো কালান্তিকের কালো 
ও হে ঈশ্বর, তবে এখনি সময় -
জ্বালো, তোমার দ্বীপশিখা জ্বালো ।

এই নৈঋতে স্ট্রান্ডস্কগ এর গ্রীষ্ম ও টানেনি আমায় -
ভেতর বাহির উড়ুউড়ু - এখানে স্যান্ডস সুইম হয়- কেউ কেউ সূর্য্য-স্নানে ব্যাস্ত,
নারীর খোলা বুকের সুউচ্চ সুঢৌল স্তন, উলঙ্গ উরুর ভাঁজে-
সোনালী রোদ্দুরের জ্বলজ্বলে "সোনেলা"-
অথচ আমি পড়ে আছি কোন এক অনিরুদ্ধ অক্সফোর্ডের মুখাপেক্ষী হয়ে -
ওহে ঈশ্বর আমি কি তব দৃষ্টিসুধা পাবো ?

আমি অরুণাচল থেকে হিমালয় হয়ে কালিকটে নোঙর গাঁথি, 
আমি বিদুষী লঙ্কার সুবেদী জ্ঞানকোষ ঘেঁটে পিপাসা মেটাতে চাই,
আরব্য রজনীর সহস্র রাতের গল্প শুনেছি মধ্যপ্রাচ্যের 
সাহিত্য সম্ভারে 
আমার আদিগন্ত শব্দ-ক্ষুদা মেটেনি কারো জলে ।

তোমাকে দেখেছি আমি সম্ভাবনা সমেত- বাংলার দিগন্ত বিস্তৃত 
সোনালী সোনেলায়,
বিশ্ব চরাচরে তব সমকক্ষ- দ্বিতীয় কেউ তো নাই ।

© অনন্য অর্ণব

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ