অলক্ষ্য বিষাদ

ওয়ালিনা চৌধুরী অভি ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০৩:৩৫:১৪পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

পশ্চিমা সূর্যকে ফাঁকি দিয়ে চাঁদের সাথে ভাব ।
জ্যোৎস্নার প্রেমে উথলে পড়ি জড়ানো আবেগে,
সরিয়ে দাবদাহ, কি মায়ায় জাপটে ধরি মরিচিকা
ছুটি পাগলিনীর মতো ।
একমুঠো জ্যোৎস্না ধরবো বলে সে আমার কি আকু্‌লতা ...
ভাঙ্গা ঘরেই দিয়ে বসি নিমন্ত্রণ ।
মাঝরাতে জ্যোৎস্নাকেলি
মূহমূহ আবেদনে রুপালী লুকোচুরি ।
অস্পৃশ্য সূর্য সেদিন থেকেই ফিরিয়ে নিলো মুখ
গিলে খেলো নিকষ কালো ।
আর কখনো জ্যোৎস্না এসে ভিজিয়ে দেবে না নকশীকাঁথা,
চোখ বুজে ভাঙ্গা বেড়ার ফাঁক গলে উপচে পড়া
চাঁদের চুম্বনের জন্য মুখিয়ে থাকি ।
মূর্খতা এখন রাতভর কাঁদায়,
ফিরে এসো সূর্য...
ভস্ম হবার ভয় নেই, শুধু জড়িয়ে ধরে বলবো ভুল করেছি,
আজ তোমার সাথে চিতায় আমাকে সহমরণে যেতে দাও ...

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ