অর্পিতা ৯

সঞ্জয় কুমার ২৮ জুন ২০১৪, শনিবার, ০৯:০৬:৪৫পূর্বাহ্ন গল্প, সাহিত্য ১১ মন্তব্য

কিছুতেই ঘুম আসছে না । মেয়েটার নাম অর্পিতা রাখা যথার্থ ই হয়েছে ওর উপরেই আজ সংসারের সব দায়িত্ব অর্পিত ।

ওর হাসির আড়ালে যে এত কষ্ট চাপা ছিল সেটা ওকে দেখে বুঝতে পারিনি । দু চোখের জল লুকিয়ে যে হাসতে পারে তার হাসিতে কোন কপটতা থাকতে পারে না ।

জীবনে প্রথম কাউকে একান্ত আপন ভাবতে শুরু করেছিলাম মনে হচ্ছে পাওয়ার আগেই তাকে হারালাম । ভালবাসার কলি ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল ।

এত কষ্ট করেও একজন মেয়ে জিবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ।
আমি কি করছি ! বাবার কষ্টে অর্জিত টাকা দু হাতে নষ্ট করছি । ওর বলার মত জীবনের গল্প আছে । আমার কি আছে?

না আমি এত সহজে আমার প্রথম ভালোবাসা কে হারাতে পারব না ।

আমি ওর যোগ্য হয়েই ওর সামনে যাব ।

মিলন তোর এক কাকা রিয়েল এষ্টেট এর কন্টাকটারি করে না?

হু

যশোরে উনার সাইট আছে?

কি জানি

এক্ষুনি ফোন কর যদি থাকে আমি সেখানে বিনা বেতনে চাকুরী করব

ঠিক আছে করছি

আমি ডায়নিং এ গেলাম

আধা ঘন্টা পর.......

কাকার সাথে কথা হয়েছে তুই কাল থেকে উনার সাইটে জয়েন করতে পারিস । এই যে সাইটের এড্রেস ।

আমি উনার সাইটে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করব ।

আর তুই প্রথম থেকে সপ্তম সেমিষ্টারের কয়েকজন ছাত্র ম্যানেজ কর । ভোর থেকে প্রাইভেট পড়াব ।

তুই পড়াবি প্রাইভেট ! তাও আবার ভোরে! সকাল আটটার আগে আমি ডাকলে যে ঘুম থেকে ওঠেনা সে পড়াবে প্রাইভেট ।

দেখ মিলন বাজে বকার সময় আমার হাতে নেই । যা বলছি পারলে একটু সাহায্য কর ।
আমি ময়লা কাপড় গুলো নিয়ে বাথরুমে গেলাম ।

তুই তো লন্ডীতে কাপড় দিস ।

নে বাবা এটার আবার কি হল ! কি বলে আর কি করে কিছুই বুঝলাম না ।
চলবে................

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ