অর্পিতা ২৩

সঞ্জয় কুমার ২৫ জুলাই ২০১৪, শুক্রবার, ০৯:৩১:৪৯অপরাহ্ন গল্প, সাহিত্য ১১ মন্তব্য

হ্যাঁ আন্টি বলেন ।

তুমি কিসের মাংস পছন্দ কর খাসি নাকি মুরগি ?

একটা আনলেই হল ।

তাহলে দুইটাই নিয়ে আসতে বলি ?

হ্যাঁ ঠিক আছে বলেন ।

জয়ের বাস ঢাকা গাবতলি পৌঁছাল ।

চলেন ভাই এরপর আর গাড়ি যাবে না । আপনি মিরপুর ১২ তে যাবেন না?

হু

আপনি তো নতুন আসছেন
ঢাকা শহরে । প্রথমে একটু সমস্যা হবে । এখানকার লোকজন কিন্তু খুব একটা সুবিধার না । অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না ।

জয় :(মনে মনে)
কথা শুনে তো এখন একেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে । কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা । মিলনের কাকা কে ফোন দিতে হবে ।
হ্যালো আঙ্কেল আমি তো চলে এসেছি ।

কখন আসলে ? তুমি এখন কোথায় আছ? এই তো আঙ্কেল গাবতলি আছি ।

ঠিক আছে তুমি মিরপুর দশ নম্বর এ অপেক্ষা কর আমি আসছি । ।

ভাই ওঠেন
মামা বার নাম্বার দুই জন

আমি দশ নম্বর নামব ওখানে আমার আঙ্কেল অপেক্ষা করছেন ।

ঠিক আছে সমস্যা নেই আমিও দশে নামব ।

কেন?
আপনি না বার নম্বর যাবেন?

যাবই তো কিন্তু আপনি আমার দেশি মানুষ তারপর আবার ঢাকায় নতুন আপনাকে ফেলে যাই কিভাবে ?

জয়:(মনে মনে)
লোকটা দেখছি নাছোড়বান্দা । এর মতলব টা আসলে কি ?

কিছুক্ষণ পর......

এইতো দশ নাম্বার চলে এসেছি । ভাই নামেন । চলেন হোটেল থেকে কিছু খেয়ে নিই ।

আচ্ছা চলুন । তখনই মনে পড়ল অর্পিতার কথা বাইরের কিছু খাবে না । ভাই আমি আসলে বাইরের খাবার তেমন পছন্দ করি না ।

ঠিক আছে আমি খাই আপনি দেখেন । ঘ্রানে অর্ধভোজন আপনি দর্শন এবং ঘ্রান দুইটা একসাথে করবেন না খেলেও প্রায় খাওয়ার সমান কাজ হবে ।
কি বলেন ?

চলবে........

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ