অর্পিতা ১

সঞ্জয় কুমার ২০ জুন ২০১৪, শুক্রবার, ০৯:০৭:৩০পূর্বাহ্ন গল্প, সাহিত্য ২০ মন্তব্য

এই যে শুনছেন ?

আমাকে বলছেন?

হ্যাঁ আপনাকে ই

বলুন

আপনার মোবাইল টা একটু দিবেন? আমার মোবাইলের চার্জশেষ খুব জরুরী একটা ফোন করা দরকার ।

ভাবলাম অচেনা কাউকে ফোন দেয়া ঠিক হবে কিনা ।

কিন্তু মেয়েটিকে দেখে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে ।

কিছু মনে করবেন না এত রাতে আপনি বাইরে কি করছেন??

এত কথা বলার সময় নেই
প্রয়োজন মনে হলে অন্যদিন বলব

যা আছে কপালে ফোনটা দিয়েই দিলাম

হ্যালো রাজু মা এখন কেমন আছে ? বলিস কি এখন ই মেডিকেল নিতে হবে??

ঠিক আছে তুই দ্রুত যশোর চলে আয় আমি এখনই সদরে ইমার্জেন্সীতে একটা বেড বলে রাখছি ।

আমার হাতে মোবাইল দিয়ে দ্রুত চলে গেল ।

বুঝলাম মেয়েটি বেশ বিপদে আছে সম্ভবত ওর মা খুবই অসুস্থ ।

কিন্তু সে এত লোক থাকতে আমার কাছে কেন মোবাইল চাইল ।

কি জানি হয়ত বিপদে পড়ে যাকে কাছে পেয়েছে তার কাছেই সাহায্য চেয়েছে

নাম পরিচয় কিছুই জানা হল না
তখনই মনে পড়ল মোবাইলের ডায়ালে তো অবশ্যই তার নম্বর আছে ।

কাল কলেজ শেষে একবার সদর হাসপাতাল থেকে ঘুরে আসব ।

চলবে..........................

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ