সুপর্ণা ফাল্গুনী। মাত্র তিন মাস পচিশ দিন আগে সোনেলা ব্লগে আসলেন। এসেই ব্লগিংটা খুব ভালো ভাবেই রপ্ত করে ফেললেন। এই স্বল্প সময়ে তিনি অর্ধ-শতক পোষ্ট পুর্ন করলেন এই  (  সম্পর্কের টানাপোড়েন পর্ব-০৫  ) পোষ্টের মাধ্যমে।

সোনেলার বর্তমান সময়ে তিনিই সবচেয়ে একটিভ ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্লগের গত সাত দিনের সর্বোচ্চ মন্তব্যকারীর স্থানটি তিনি যেন চিরস্থায়ী ভাবে নিয়ে নিয়েছেন। ব্লগে নিবন্ধিত হবার পরে তিনি তার লেখায় মন্তব্য পেয়েছেন ১২৯৫ টি, পক্ষান্তরে তিনি অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করেছেন  ১৬৩৪ টি। মন্তব্যের সংখ্যা দেখেই বুঝা যাচ্ছে যে তিনি সবার লেখাতেই অকৃপণ ভাবে মন্তব্য দিয়ে লেখককে উৎসাহিত করেন।

একজন পরিপূর্ণ ব্লগারের সমস্ত গুন তার মধ্যে আছে:
* তিনি প্রায় প্রতিদিনই পোস্ট দেন।
* নিজের পোস্টের মন্তব্যের জবাব দেন।
* অন্য ব্লগারদের সমস্ত লেখায় মন্তব্য দিয়ে, মন্তব্যের মাধ্যমে পোষ্ট দাতা ব্লগারকে উৎসাহ দেন। এমন কোনো পোষ্ট পাওয়া যাবে কি যে পোষ্টে তিনি মন্তব্য করেননি?

অত্যন্ত আন্তরিক ভাবে তিনি লেখেন। সোনেলার পৌষ সংক্রান্তি উৎসব নিয়ে আয়োজিত লেখা প্রতিযোগিতায় কবিতা বিভাগে প্রথম হয়েছেন তিনি।

ব্যাক্তি জীবনে সদাহাস্যময় সুপর্ণা ফাল্গুনী নিজ যোগ্যতায় সোনেলা ব্লগ এবং ব্লগারদের একান্ত আপন করে নিয়েছেন।
সোনেলার সমস্ত ব্লগার এর পক্ষ থেকে তাকে অর্ধ-শতক পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ