
।। অর্ধেক জীবন ।।
সূর্য এখন মাঝ আকাশে ভাস্বর।
স্নিগ্ধ সকালের আবেশ আর নেই,
বরং খরতাপে জর্জর চৌদিক সংসার ঘর বসত ।
এবার উতরাই ।
ক্রমশ নীচের দিকে নামা ।
মাটির কাছাকাছি।
ফসল গোছানোর পালা ।
গর্জনশীল চল্লিশার পর
শান্ত সমুদ্দুরে এখন অশ্ব-বিসর্জনের পালা ।
ভারী জাহাজের কাপ্তানের হালকা হওয়ার সন্তর্পন অভিলাষ।
তবু জড়িয়ে যাবে নৌবহর সারাগোসার সোনালী ঘাসের জঙ্গলে যেখানে সংসার হর এক টুনা আর সাগর কচ্ছপের ।
ডুবে যাবে উজ্জ্বল গোলক মাটির পৃথিবীর বুকে।
তাই কাছাকাছি বন্দরে ফেরার তোড়জোড়।
খতম অর্ধেক সফর ।
পরিপূর্ণ অর্ধেক জীবন ।
একটু পরেই অস্তাচলের পথে ইউ টার্ন নেবেন আরেক নবকুমার।
৯টি মন্তব্য
হালিমা আক্তার
জীবন টাই তো ইউ টার্ন এর। কখনো সোজা সাপটা চলে না। চলার পথে বাঁক আছে বলেই জীবন এতো সুন্দর। শুভ কামনা রইলো।
নবকুমার দাস
সহমত। চলতি কা নাম জীবন। চলতেই থাকুক। ভালো থাকবেন। 🙏
সঞ্জয় মালাকার
কবিতা ভালো খুব, ভালো থাকবেন শুভ কামনা।
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই।ভালো থাকবেন। 💐🌿
বন্যা লিপি
আজকাল ভাবনারা এতেই ব্যস্ত। হেঁটে/ লেংড়ে পেরিয়ে উঠে এসেছি মধ্যাহ্নে…. গোধূলি বড় নিকটে।সন্ধ্যেটা ঝুপ করে নামলো বলে…..
নবকুমার দাস
দারুণ বলেছেন (থুরি -লিখেছেন ) অমন সুন্দর লিখতে পারলে আমার আরো ভালো লাগত।
রিতু জাহান
ঠিক মধ্যাহ্নে হঠাৎ মেঘের ছায়া পড়ে
আলোআঁধারিতে যেমন গোধূলিলোকের সৃষ্টি হয় আবার
মেঘ কেটে গেলেই পূর্ণ জ্যোতি নিয়ে উঁকি মারে সূর্য।
এ যেনো গোলকধাঁধা মধ্যাহ্ন বয়স,, এই বুঝি ঝুপ করে নেমে যাবে সন্ধ্যা।
সুন্দর লেখনি,,, শুভ কামনা রইলো।
নবকুমার দাস
দারুণ লিখলেন। গুছিয়ে ও সুন্দরকরে বুঝিয়ে পাঠ প্রতিক্রিয়া লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। 🙏💐🌿
রিতু জাহান
এটাই ব্লগের মজা।
না পড়ে, দারুন লিখেছেন এটা ফেবুতে মানায় ব্লগে না।
শুভকামনা রইলো। লিখুন বেশি বেশি করে,