অর্ধেক জীবন

নবকুমার দাস ৪ জুলাই ২০২২, সোমবার, ০৯:২১:৩৬অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

।। অর্ধেক জীবন ।।

 

সূর্য এখন মাঝ আকাশে ভাস্বর।

 

স্নিগ্ধ সকালের আবেশ আর নেই,

বরং খরতাপে জর্জর চৌদিক সংসার ঘর বসত ।

 

এবার উতরাই ।

ক্রমশ নীচের দিকে নামা ।

মাটির কাছাকাছি।

ফসল গোছানোর পালা ।

গর্জনশীল চল্লিশার পর

শান্ত সমুদ্দুরে এখন অশ্ব-বিসর্জনের পালা ।

ভারী জাহাজের কাপ্তানের হালকা হওয়ার সন্তর্পন অভিলাষ।

তবু জড়িয়ে যাবে নৌবহর সারাগোসার সোনালী ঘাসের জঙ্গলে যেখানে সংসার হর এক টুনা আর সাগর কচ্ছপের ।

ডুবে যাবে উজ্জ্বল গোলক মাটির পৃথিবীর বুকে।

তাই কাছাকাছি বন্দরে ফেরার তোড়জোড়।

 

খতম অর্ধেক সফর ।

পরিপূর্ণ অর্ধেক জীবন ।

 

একটু পরেই অস্তাচলের পথে ইউ টার্ন নেবেন আরেক নবকুমার।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ