অরাজনৈতিক

ভোরের শিশির ১৫ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ০১:৫১:৩২পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

'রাজাকার' কখনই আমাদের বাংলাদেশের রাজনীতির অংশ নয়, এ হল বর্বর পাকিস্থানীদের গড়া কিছু ভন্ড ধর্মান্ধ মানুষরুপী হায়েনার নাম। এই 'রাজাকার'দের ফাঁসীর দাবি কোনদিন সময়েই ছিলনা রাজনৈতিক দাবী এবং আজও এটাকে রাজনৈতিক দাবী বলা যাবে না।

একাত্তরের পরে আমাদের সবচাইতে বড় ভুল ছিল রাজাকার এবং তাদের দোসরদের এই স্বাধীন বাংলার সংসদে বসে দেশ পরিচালনার সুযোগ করে দেয়া! আমাদের এই একটি ভুলের মাশুল দিতে হচ্ছে আজও, দিতে হবে আরও অনেক অনাগত সময়কে।

আমার একটাই কথা-

রাজাকার এই বাংলাদেশে কোনদিন রাজনীতির ছিল না, রাজাকারের ফাঁসীর দাবী কোনদিন কোন রাজনৈতিক দলের দাবী ছিল না, রাজাকারের সাথে অন্তত এই বাংলায় রাজনীতি জড়িয়ে কেউ কোনদিনই আর কোন ফায়দা লুটতে পারবে না।

এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ