অরন্যে বেদন

সিকদার সাদ রহমান ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:৫৬:০৯পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

হায়রে পাষানী,
ভাল যে বাস না, তা জানি,

এক বার বেসেছিলে
সেই চৈত্র মাসে, সর্বনাশে।
চির ফাটা রোদ্দুরে
ঘামে গন্ধে ছুঁয়েছিলাম
এক নিঃশ্বাসে!

শেষ বারতার খোয়াবে
শুকনো ফুলের মালা গেঁথে
ক্লান্ত হইনি কভূ,
হে ভূষণ,
হে প্রেম,
প্রেয়সীর নামে ক্ষমা কর "প্রভূ"!

আহ! মরি মরি,
প্রভূ কি করি?
আর কি হবে না গল্প?
স্মরনে বরনে স্মৃতিরো লেপনে,
মনে কি পরে না অল্প?

মন কি তোমার প্রস্তর শীলা
ভাংগানো যায়না বেদনে,
একটু না হয় জলই দিলে
চির ধরা এই অরন্যে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ