অরণ্য-বৃষ্টির চোখ

ছাইরাছ হেলাল ৮ জুন ২০২০, সোমবার, ০৮:৫৫:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

ঝলক-বৃষ্টির ছোঁয়ায়
প্রশান্তির-জলেরা গড়ায় আলপথের ভাঁজে ভাঁজে,
গ্রীষ্মের দাবদাহ শেষে,
ফোটা-ফোটা বৃষ্টিতে জল-ধোয়া পাতারা-ও হাসে
সবুজ নিঃশ্বাসে;

উষ্ণিত বাতাস দাঁতে দাঁত চাপে,
অচিরেই আসবে ফিরে সে নীরব-নিবিড়ে
দাহের হাসি ঝুলিয়ে,
অনায়াসে ঢুকে যাবে বুকের গভীরে,
চ্যাংদোলা করে ফেলে দেবে
উত্তপ্ত গিরি খাদের উষ্ণ-প্লাবনে,
অগ্নিগিরির জ্বালামুখে;

অরণ্য-বৃষ্টি চকচকে খোলা চোখে
হাসির ফুলঝুরি ছুটিয়ে গোল-চোখে বলে,
ভাঁড়ারের চাবি কিছুতেই পাবে-না,
দেবো-ও-না, আঁকড়ে ধরে
চূর্ণ-বিচূর্ণতার ভয় দেখালেও-না।

ছবি নেটের।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ