অরণ্যের সাঁতার

ছাইরাছ হেলাল ২ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ০৬:০৩:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

সুগভীর অরণ্যের অরণ্য-গভীরতা
চুকে-বুকে
আজ এ কোন মহা-সমুদ্দুরে!
তলদেশ খুড়ে-খুড়ে মুক্তো বিলাও?
সইবে তো!

ডুব সাঁতারে নিঃশ্বাস বেঁধে
গোলাপি মুক্তো-পরশে
সুখের-অসুখে বৃথা এ-জীবন;

নিবিষ্ট অন্ধকারের প্রকোষ্ঠ-গভীরতা
নীরবে-নিভৃতে-নিঃশব্দে ডাকে;
মৃত্যু চাই বার-বার, বারে বারে।

****************************************************
অরণ্যকে মনে পরে

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ